মোঃ কামাল হোসেন প্রধান, জেলা প্রতিনিধি, নরসিংদী | ১৪ জুলাই ২০২৫
নরসিংদীর শিবপুর উপজেলায় একাধিক মামলার পলাতক আসামি ও চিহ্নিত ডাকাত আমিন সরকার ওরফে আমিন ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। শিবপুর মডেল থানা পুলিশের একটি বিশেষ দল রবিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে ও তার এক সহযোগীকে আটক করে।
গ্রেফতারকৃতরা হলেন—শিবপুর উপজেলার গোবিন্দ গ্রামের মেজবাহ উদ্দিন ওরফে মেসো ডাকাতের ছেলে আমিন সরকার (২৮) এবং ময়মনসিংহ জেলার নান্দাইল থানার করাইকান্দি গ্রামের মেনু মিয়ার ছেলে মঞ্জু (৩৪)।
তাদের বিরুদ্ধে অস্ত্র, ডাকাতি ও সন্ত্রাসবাদের অভিযোগে মোট ১৭টি মামলা রয়েছে বলে জানিয়েছেন শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আফজাল হোসাইন।
পুলিশ জানায়, গ্রেফতারের সময় আসামিরা অন্যত্র ডাকাতির পরিকল্পনা করছিল। এমন সময় পুলিশ হঠাৎ অভিযান চালিয়ে তাদের হাতেনাতে গ্রেফতার করে। গ্রেফতারের পর তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
অন্যদিকে একই দিনে নরসিংদী জেলা জজ আদালতের (ম্যাজিস্ট্রেট) এজলাস থেকে এক চুরির মামলার আসামি পালিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে।
পালিয়ে যাওয়া আসামি রিয়াজুল ইসলাম ওরফে হৃদয় (২৫), রায়পুরা উপজেলার বালুয়াকান্দি গ্রামের দানা মিয়ার ছেলে।
আদালত ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার দুপুরে বিদ্যুৎ বিভ্রাটের (লোডশেডিং) সুযোগ নিয়ে বিচারক রুবায়েত আক্তার শিফা এর এজলাসে কাঠগড়ায় অবস্থানরত আসামি হৃদয় পুলিশের চোখ ফাঁকি দিয়ে পালিয়ে যায়। তিনি গত ৭ জুলাই অটোরিকশা চুরির মামলায় রায়পুরা থানা পুলিশের হাতে গ্রেফতার হয়েছিলেন।
পুলিশ পরিদর্শক মোঃ সাইরুল ইসলাম জানান, ঘটনার পর পরই আদালত প্রাঙ্গণ ও আশপাশের এলাকায় ব্যাপক তল্লাশি চালানো হয়। কোর্ট পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক দল তাকে গ্রেফতারের জন্য মাঠে নেমেছে।
এই দুটি ঘটনা আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে।
স্থানীয় সচেতন মহল দ্রুত বিচার ও নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছে।