মো. কামাল হোসেন প্রধান, জেলা প্রতিনিধি, নরসিংদী
নরসিংদীর মাধবদী বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে গেছে মুড়ি ও স্বর্ণপট্টি এলাকার প্রায় শতাধিক দোকান। শুক্রবার (৪ জুলাই) ভোর ৫টার দিকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে।
আগুন লাগার খবর প্রথমে মাধবদী বড় মসজিদ থেকে মাইকে প্রচার করা হলে স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীরা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। মুহূর্তের মধ্যেই আগুন বাজারের একপ্রান্ত থেকে আরেকপ্রান্তে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে মাধবদী, নরসিংদী ও পলাশ ফায়ার সার্ভিস স্টেশনের সাতটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। দুই ঘণ্টার চেষ্টায় সকাল ৭টার দিকে আগুন আংশিক নিয়ন্ত্রণে এলেও পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে সকাল ১০টা পর্যন্ত সময় লাগে।
মাধবদী ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা রায়হান আহমেদ জানান, ভোরে খবর পেয়ে ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। পরবর্তীতে আরও ইউনিট যুক্ত হয়। আগুনে মুদি, খাদ্যপণ্য ও স্বর্ণালংকারের দোকানসহ শতাধিক প্রতিষ্ঠান পুড়ে গেছে।
এ ঘটনায় এখনো পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে এখনো নিশ্চিত কিছু বলা না গেলেও, তদন্তের পর বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ।
ক্ষয়ক্ষতির পরিমাণ কয়েক কোটি টাকা হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। স্থানীয় ব্যবসায়ীরা এমন ভয়াবহ ঘটনায় আতঙ্কিত ও দিশেহারা হয়ে পড়েছেন।