নরসিংদীর পলাশ উপজেলার ডাঙ্গা ইউনিয়ন যুবদলের সভাপতি এসআই মনির হোসেনকে ডাকাতি মামলায় গ্রেফতার করেছে পুলিশ। কনফিডেন্স সিমেন্ট ফ্যাক্টরিতে সংঘটিত এক সশস্ত্র ডাকাতি ও লুটপাট মামলায় (মামলা নম্বর: ৪/৭/২৫) প্রধান আসামি হিসেবে গত শুক্রবার (৬ জুলাই) রাতে নরসিংদী শহরের একটি ভাড়া বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।
পলাশ থানার অফিসার ইনচার্জ গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে মনিরকে আটক করেন। পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনার পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন।
এজাহার অনুযায়ী, একদল সশস্ত্র দুর্বৃত্ত ট্রলারে করে কারখানায় প্রবেশ করে ব্যাপক ভাঙচুর, লুটপাট চালায় এবং কর্মরত সাতজন শ্রমিককে আহত করে। ল্যাপটপ, মোবাইল ফোন ও গুরুত্বপূর্ণ নথিপত্র লুটে নেওয়া হয়। তদন্তে উঠে আসে, এই ঘটনার পেছনে এসআই মনির সরাসরি জড়িত ছিলেন এবং তিনি হামলার পরিকল্পনা ও নেতৃত্ব দিয়েছেন।
এছাড়া তার বিরুদ্ধে আগেও ওয়ারেন্টভুক্ত মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে। স্থানীয়দের অভিযোগ, মনির দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা, চাঁদাবাজি, জমি দখল ও সন্ত্রাসী কর্মকাণ্ডে সক্রিয় ছিলেন। তার বিরুদ্ধে থানায় একাধিক লিখিত অভিযোগ রয়েছে।
পলাশ থানার ওসি জানান, “কনফিডেন্স সিমেন্ট ফ্যাক্টরিতে ডাকাতির ঘটনায় মনিরকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে তদন্ত অব্যাহত রয়েছে এবং জিজ্ঞাসাবাদ চলছে।”
এক সময় রাজনীতিতে সক্রিয় হয়ে পরিচিতি পাওয়া মনিরের গ্রেফতারের ঘটনায় এলাকায় নানা প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কেউ এটিকে আইনশৃঙ্খলা বাহিনীর সাফল্য হিসেবে দেখলেও, অনেকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলেও মন্তব্য করেছেন।