কর্ণফুলী প্রতিনিধি: সাজ্জাদ হোসেন
দুর্নীতি ও চাঁদাবাজদের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি ঘোষণা করেছে কর্ণফুলী উপজেলার ছাত্রসমাজ। সাম্প্রতিক সময়ে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের কাছ থেকে অর্থ দাবি ও ছাত্র সংগঠনের নামে চাঁদাবাজির ঘটনায় ক্ষুব্ধ হয়ে এই অবস্থান গ্রহণ করেছে স্থানীয় ছাত্ররা।
সূত্রে জানা যায়, গত ১৫ জুন ‘বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন’ নামধারী কিছু ব্যক্তি শিকলবাহা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান জাহাঙ্গীর আলমের কাছে ৭০ হাজার টাকা দাবি করেন। অথচ পরবর্তীতে জানা যায়, অভিযুক্তদের কেউই উক্ত সংগঠনের বৈধ তালিকাভুক্ত সদস্য নন।
এ ঘটনায় নতুন করে ক্ষোভে ফুঁসে উঠেছে কর্ণফুলীর সাধারণ শিক্ষার্থী ও সচেতন তরুণ সমাজ। এর আগেও একটি ‘বৈষম্য বিরোধী মামলা’য় সাবেক ভূমি মন্ত্রী সাইফুজ্জামান জাবেদসহ ৩৫ জনের বিরুদ্ধে উদ্দেশ্যমূলকভাবে মামলা দায়ের করা হয়। পরে তাদের কাছ থেকেও মামলার ভয় দেখিয়ে চাঁদা আদায়ের চেষ্টা চলে বলে অভিযোগ রয়েছে।
সম্প্রতি একই চক্র ‘বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন’-এর ব্যানারে ‘তারুণ্যের মেলা’ আয়োজনের নামে মইজ্জারটেক আবাসিক এলাকায় শিল্পপ্রতিষ্ঠানগুলো থেকে অর্থ দাবি করছে বলে অভিযোগ পাওয়া গেছে।
কর্ণফুলীর ছাত্রসমাজের প্রধান ৩টি দাবি তুলে ধরা হয়:
• চাঁদাবাজ চক্রকে চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনা হোক
• ছাত্র প্রতিনিধি পরিচয়ে দুর্নীতি ও অনৈতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হোক
• প্রকৃত ও আদর্শিক ছাত্র সংগঠনের ভাবমূর্তি রক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হোক
এ বিষয়ে স্থানীয় সচেতন মহলের অভিমত, কর্ণফুলীর ছাত্রসমাজের এই শক্ত প্রতিক্রিয়া ও জিরো টলারেন্স ঘোষণা চাঁদাবাজদের দৌরাত্ম্য ঠেকাতে গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে থাকবে।