নীলফামারী প্রতিনিধি
নীলফামারীর পলাশবাড়ি ইউনিয়নের নটখানায় অবস্থিত ডেনিশ বাংলাদেশ লেপ্রসি মিশন (ডিবিএলএম) হাসপাতালের বর্হিবিভাগে দালাল চক্রের উৎপাত বন্ধের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয়রা।
সোমবার (২৫ আগস্ট) দুপুরে হাসপাতালের প্রধান ফটকের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, শুধু নীলফামারী নয়, আশপাশের জেলা থেকেও অসংখ্য রোগী চিকিৎসা নিতে আসেন এই হাসপাতালে। কিন্তু দালালদের কারণে রোগীরা বিভ্রান্তির শিকার হচ্ছেন।
স্থানীয়দের অভিযোগ, আব্দুল জলিল নামে এক ব্যক্তি রোগীদের ভুল বুঝিয়ে ডিবিএলএম থেকে ফিরিয়ে নিয়ে বিভিন্ন ক্লিনিক বা প্রাইভেট হাসপাতালে নিয়ে যান। সেখানে ভালো চিকিৎসার প্রলোভন দেখালেও উদ্দেশ্যমূলকভাবে রোগীদের বেশি খরচ করানো হয়।
মতিবুল ইসলাম তুফান নামের একজন স্থানীয় বাসিন্দা অভিযোগ করেন, গত বুধবার সৈয়দপুরের চৌমুহী এলাকা থেকে আসা রোগী তমিজ উদ্দিনকে ডিবিএলএম খোলা থাকা সত্ত্বেও জলিল বিভ্রান্ত করে একটি বেসরকারি ক্লিনিকে নিয়ে যান। পরে এ নিয়ে তমিজ উদ্দিন ও জলিলের মধ্যে হাতাহাতির ঘটনাও ঘটে।
অভিযোগ বিষয়ে জানতে চাইলে আব্দুল জলিল বলেন,
“আমি নটখানার একটি প্রাইভেট চিকিৎসা প্রতিষ্ঠানে চাকরি করি। আমার নামে যেসব অভিযোগ তোলা হচ্ছে তা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন।”
ডিবিএলএমের সিনিয়র মেডিক্যাল অফিসার ডা. পবর রোজারিও বলেন,
“আমরা বিষয়টি জেনেছি। বর্হিবিভাগে যেন এ ধরনের ঘটনা আর না ঘটে সে ব্যাপারে পদক্ষেপ নেওয়া হচ্ছে। রোগীরা যেন হয়রানির শিকার না হন এবং দালাল চক্রের কবলে না পড়েন, সে দিকেও আমরা নজর দিচ্ছি।”
আরও পড়ুন: শ্রীপুরে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির দায়ে লাজ ফার্মাকে জরিমানা