লুৎফর সিকদার, গোপালগঞ্জ প্রতিনিধি
গোপালগঞ্জ জেলার কোটালিপাড়া উপজেলার সাদুল্লাহপুর ইউনিয়নের ১৭৬ নং তুলসীবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় কার্যত বন্ধের পথে। বিদ্যালয়ে মোট ভর্তি শিক্ষার্থী সংখ্যা ১৭ হলেও প্রতিদিন হাজির হয় মাত্র একজন বা দুজন। এমন পরিস্থিতিতে দীর্ঘদিন ধরে কোনো ক্লাস পরিচালনা করা হচ্ছে না, যা প্রাথমিক শিক্ষাব্যবস্থার প্রতি এক ধরনের চরম অবহেলা বলে মনে করছেন স্থানীয়রা।
সরেজমিনে গিয়ে দেখা যায়, জাতীয় পতাকা উত্তোলন করা হলেও সেটি একটি আমগাছের ডালের আড়ালে ঢাকা পড়ে রয়েছে। বিদ্যালয়ের বারান্দায় অলস বসে আছে দুইজন শিক্ষক ও দুটি কুকুর। পুরো ভবনে দেখা মেলেনি কোনো শিক্ষকের শ্রেণিকক্ষে পাঠদান বা শিক্ষার্থীদের পড়াশোনার চিত্র।
বিদ্যালয়ের সহকারী শিক্ষক কনা বিশ্বাস জানান, ক্যাচমেন্ট এলাকাভুক্ত ১৭ শিক্ষার্থীই বিদ্যালয়ে ভর্তি আছে, তবে বেশিরভাগই প্রতিদিন অন্য স্কুলে চলে যায়। তিনি জানান, শিক্ষার্থীদের অনুপস্থিতির কারণে ক্লাস নিয়মিত হয় না।
আরও জানা গেছে, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক লাবন্যময়ী পোদ্দার প্রায়ই বিদ্যালয়ে অনুপস্থিত থাকেন। এমনকি তিনি নিজেকে স্থায়ী প্রধান শিক্ষক নিয়োগ দেওয়ার দাবিতে আদালতে মামলাও করেছেন।
এলাকাবাসীর দাবি, বিদ্যালয়ের এমন অবস্থার পেছনে দীর্ঘদিন ধরে প্রশাসনিক তদারকির অভাব ও দায়িত্বশীলদের উদাসীনতাই দায়ী। তারা জানান, যদি নতুন প্রধান শিক্ষক নিয়োগ এবং লাবন্যময়ী পোদ্দারকে অন্যত্র বদলি করা না হয়, তাহলে শিক্ষার্থীদের বিদ্যালয়ে ফিরিয়ে আনা সম্ভব হবে না।
উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা বাসুদেব বিশ্বাস ও উপজেলা শিক্ষা কর্মকর্তা বিষয়টি জানলেও কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ উঠেছে।
স্থানীয়রা বলছেন, “সরকার যেখানে শিক্ষার আলো ঘরে ঘরে পৌঁছে দিতে কাজ করছে, সেখানে এই বিদ্যালয়ের এমন অবস্থা হতাশাজনক। কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপই পারে বিদ্যালয়টিকে রক্ষা করতে।”
সম্পাদক ও প্রকাশক : আরিফুল ইসলাম আশিক
২০২৫ © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত