প্রতিবেদক: স্পোর্টস ডেস্ক | ৫ জুলাই ২০২৫
এশিয়ান কাপ বাছাইপর্বে গ্রুপ সেরা হয়ে দুর্দান্ত এক বার্তা দিল বাংলাদেশ নারী ফুটবল দল। আগেই মূল পর্ব নিশ্চিত করলেও শেষ ম্যাচে কোনো গা ছাড়া মনোভাব নয়—বরং আরও আগ্রাসী। ইয়াংগুনে ‘সি’ গ্রুপের শেষ ম্যাচে তুর্কমেনিস্তানকে ৭-০ গোলের ব্যবধানে উড়িয়ে দিয়ে অপরাজিত থেকেই পর্ব শেষ করল লাল-সবুজের মেয়েরা।
ম্যাচের শুরু থেকেই দারুণ ছন্দে ছিল শামসুন্নাহার-ঋতুপর্ণারা। ৪র্থ মিনিটেই তহুরা খাতুনের কাটব্যাক থেকে স্বপ্না রানী জালে বল পাঠান। এরপর ৬ মিনিটে দ্বিতীয় গোলটি করেন শামসুন্নাহার জুনিয়র। ১৩তম মিনিটে তারই জোড়া গোলের দেখা মেলে, শামসুন্নাহার সিনিয়রের ক্রস গোলরক্ষক মিস করলে ফাঁকা পোস্টে বল পাঠিয়ে দেন তিনি।
১৬তম মিনিটে দূরপাল্লার এক শটে স্কোরলাইন ৪-০ করেন মনিকা চাকমা। পরের মিনিটেই ঋতুপর্ণা চাকমা মাঝমাঠ থেকে বল নিয়ে ড্রিবল করে গোল করেন দুর্দান্ত স্টাইলে।
প্রথমার্ধেই ৫-০ ব্যবধানে এগিয়ে যায় বাংলাদেশ। দ্বিতীয়ার্ধে আরও আক্রমণাত্মক হয়ে ওঠে দলটি। গোলের খাতা খুলেন মারিয়া মান্দা ও শামসুন্নাহার সিনিয়র। দুই অর্ধ মিলিয়ে তুর্কমেনিস্তানের রক্ষণকে ছিন্নভিন্ন করে দেয় লাল-সবুজের মেয়েরা।
নিয়মরক্ষার ম্যাচ হলেও প্রথম একাদশে কোনো পরিবর্তন আনেননি কোচ পিটার বাটলার। তার সেই আস্থার পরিপূর্ণ প্রতিদান দিয়েছেন খেলোয়াড়রা। ম্যাচ শেষে খেলোয়াড়দের উল্লাস এবং জয়ের আত্মবিশ্বাসে মুখর ছিল পুরো বাংলাদেশ শিবির।
এই জয়ে ৩ ম্যাচে ৩ জয় নিয়ে গ্রুপ ‘সি’-তে চ্যাম্পিয়ন হয়েই পরবর্তী রাউন্ডে পা রাখল বাংলাদেশ। গোল করেছে ১২টি, হজম করেনি একটিও।
এই পারফরম্যান্স শুধু জয় নয়, একটি বার্তাও—এশিয়ার নারী ফুটবলে বাংলাদেশ এখন আর নামমাত্র দল নয়, বরং একটি উদীয়মান শক্তি।