আরিফ আহম্মেদ, ময়মনসিংহ জেলা সংবাদদাতা:
ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার ১২ নম্বর স্বদেশী ইউনিয়নের উত্তর ইটাখোলা ও বাউশী এলাকার শত শত মানুষ তিন কিলোমিটার পাকা রাস্তার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে।
মানববন্ধনটি অনুষ্ঠিত হয় হালুয়াঘাট উপজেলা পরিষদ চত্বরে।
বক্তারা জানান—সাবেক চেয়ারম্যান আব্দুল হাই সাহেবের বাড়ি থেকে শুরু করে উত্তর ইটাখোলা উদ্দিন তালুকদার বাড়ি মসজিদ পর্যন্ত প্রায় তিন কিলোমিটার রাস্তাটি এখনো কাঁচা। বর্ষা মৌসুমে রাস্তার কর্দমাক্ত অবস্থায় সাধারণ মানুষের চলাচল একপ্রকার দুর্বিষহ হয়ে পড়ে। বিশেষ করে শিক্ষার্থী, রোগী ও বৃদ্ধদের চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হয়।
দীর্ঘদিন ধরে এলাকার মানুষ এই রাস্তাটি পাকা করার দাবি জানিয়ে আসছেন। কিন্তু এখনো কোনো কার্যকর পদক্ষেপ না নেওয়ায় বাধ্য হয়ে তারা এই মানববন্ধনের আয়োজন করেন।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করে বলেন, “আমরা উন্নয়নের নামে অনেক কিছু দেখি, কিন্তু আমাদের পায়ের নিচের মাটিতেই যদি উন্নয়নের ছোঁয়া না লাগে, তাহলে সেই উন্নয়ন আমাদের কী কাজে লাগবে?”
ইউএনও মহোদয় মানববন্ধনকারীদের আবেদন শুনে বলেন, “আপনারা লিখিতভাবে দরখাস্ত জমা দিন, আমি সরেজমিনে পরিদর্শন করে দ্রুত ব্যবস্থা নেওয়ার চেষ্টা করবো।”
এলাকাবাসী আশাবাদ ব্যক্ত করেন, প্রশাসনের আশ্বাস অনুযায়ী এই রাস্তাটি দ্রুত পাকা হবে এবং তাদের দীর্ঘদিনের দুর্ভোগের অবসান ঘটবে।