রাতুল হোসেন, পাবনা প্রতিনিধি:
বাংলাদেশে চলমান রাজনৈতিক সংকট প্রসঙ্গে জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, “নির্বাচন পিছিয়ে দেওয়ার আসল চক্রান্তকারীরা তারাই, যারা প্রয়োজনীয় রাজনৈতিক ও রাষ্ট্রীয় সংস্কারগুলো পিছিয়ে দিচ্ছে।”
সোমবার (৭ জুলাই) রাতে পাবনা শহীদ চত্বরে জাতীয় নাগরিক পার্টির জুলাই পদযাত্রার পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
হাসনাত আবদুল্লাহ আরও বলেন,
“আপনারা বলছেন, আমরা নাকি নির্বাচন পেছাতে চাই। আমরা স্পষ্ট করে বলতে চাই—সংস্কার ছাড়া কোনো নির্বাচন মানে জনগণের সঙ্গে প্রতারণা। প্রকৃতপক্ষে আপনারাই নির্বাচনবিরোধী অবস্থান নিয়েছেন। আজ যারা ‘অভ্যুত্থান’ শব্দ শুনে ভয় পায়, তারা নতুন করে মুজিববাদের ঠিকাদারি নিতে এসেছে।”
তিনি বলেন,
“ভারতের যড়যন্ত্র সম্পর্কে আমাদের সতর্ক থাকতে হবে। একটি দল অভ্যুত্থানের নামে বিভ্রান্তি ছড়াচ্ছে। তারা বলছে, এই পরিবর্তনের আইনি ভিত্তি নেই—এটা জনগণের চেতনাবিরোধী অবস্থান।”
সভায় তিনি ঘোষণা দেন, আগামী ৩ আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনারে ‘জুলাই ঘোষণাপত্র’ প্রকাশ ও ‘চলো চলো, ঢাকা চলো’ কর্মসূচি পালিত হবে।
পথসভায় আরও বক্তব্য রাখেন—
পথসভায় নেতারা গণতন্ত্র, ন্যায়ের সংস্কার ও গণঅধিকার নিশ্চিত করতে ঐক্যবদ্ধ আন্দোলনের আহ্বান জানান।