তপন দাস, নীলফামারী
নীলফামারী পল্লীবিদ্যুৎ সমিতির তরনীবাড়ী সাবস্টেশনের বিদ্যুৎ সরবরাহ ডোমার উপজেলার আওতায় নেওয়ার চেষ্টার অভিযোগ তুলে প্রতিবাদে ফেটে পড়েছেন স্থানীয় গ্রাহকরা। সোমবার সকাল ১১টায় সদর উপজেলার চৌরঙ্গী মোড়ে এক মানববন্ধনে অংশ নেন চওড়া, লক্ষ্মীচাপ, পলাশবাড়ী ও টুপামারি ইউনিয়নের শত শত বিদ্যুৎ গ্রাহক। তারা হাতে প্ল্যাকার্ড ও ব্যানার নিয়ে দীর্ঘক্ষণ অবস্থান করেন এবং এই সিদ্ধান্তের তীব্র বিরোধিতা জানান।
আরও পড়ুন: বিজয়নগরে সাংবাদিকদের ঐক্যজোট: প্রেসক্লাবের নবযাত্রায় নেতৃত্বে জাকির-শাহনেওয়াজ
মানববন্ধনে বক্তারা বলেন, তরনীবাড়ী সাবস্টেশন দীর্ঘদিন ধরে নীলফামারী সদর উপজেলার নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সেবা দিয়ে আসছে। এটি ডোমার উপজেলার অধীনে গেলে সদর উপজেলার মানুষ সেবাবঞ্চনা ও হয়রানির শিকার হবে। বিদ্যুৎ সংযোগ, লাইন মেরামত ও জরুরি সেবাগুলো তখন সময়মতো পাওয়া যাবে না, যা জনগণের দুর্ভোগ বাড়াবে।
তারা আরও বলেন, সাবস্টেশনটি সদরেই রাখার জন্য এলাকাবাসীর পক্ষ থেকে একাধিকবার দাবিও জানানো হয়েছে। প্রশাসনের উচিত জনস্বার্থে বিদ্যুৎ বিতরণ এলাকার কোনো পরিবর্তন না করা। বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, কর্তৃপক্ষ যদি এ সিদ্ধান্ত থেকে সরে না আসে, তাহলে আগামীতে আরও বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।
এ বিষয়ে পল্লীবিদ্যুৎ সমিতির সংশ্লিষ্ট কোনো কর্মকর্তার মন্তব্য পাওয়া যায়নি। তবে স্থানীয়দের দাবি, তারা যেকোনো মূল্যে এই সিদ্ধান্ত রুখে দিতে প্রস্তুত। দিনদিন এলাকায় ক্ষোভ বাড়ছে এবং গ্রাহকদের মধ্যে অসন্তোষ ক্রমেই ছড়িয়ে পড়ছে।
সম্পাদক ও প্রকাশক : আরিফুল ইসলাম আশিক
২০২৫ © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত