তপন দাস, নীলফামারী প্রতিনিধি
বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইনান্স কর্পোরেশনের নামে বড় অঙ্কের ঋণ পাইয়ে দেওয়ার মিথ্যা আশ্বাস দিয়ে এক সৌদি প্রবাসীর কাছ থেকে প্রতারণার মাধ্যমে প্রায় ৫ লক্ষাধিক টাকা হাতিয়ে নেওয়ার ঘটনায় নীলফামারীতে চার সদস্যের প্রতারক চক্রকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ঘটনার সূত্র ধরে ১৮ জুলাই ২০২৫ খ্রিস্টাব্দে নীলফামারী থানায় মামলা দায়ের হলে, পুলিশ সুপার এ. এফ. এম. তারিক হোসেন খান-এর নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) মোঃ ফারুক আহমেদের তত্ত্বাবধানে তদন্ত শুরু হয়।
গোয়েন্দা নজরদারি ও প্রযুক্তিগত সহায়তায় অভিযানে নামে সদর থানা পুলিশ। ১৯ জুলাই, সদর উপজেলার চাপড়া সরমজানী, ইটাপীর, কামারপাড়া, বাবরীঝাড় ও চড়াইখোলা ইউনিয়নে একাধিক জায়গায় অভিযান চালিয়ে প্রতারণায় ব্যবহৃত মোবাইল, ল্যাপটপ, সিম কার্ড, বিকাশ-এমএফএস অ্যাকাউন্ট ও নগদ ১ লাখ ১০ হাজার টাকা উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো—
১. মোঃ রাকিবুল ইসলাম (২৫), পিতা: মৃত আফোদ্দিন
২. মোঃ মমিন উদ্দিন (২২), পিতা: মোঃ হাসিনুর রহমান
৩. মোঃ ফরিদ (২৪), পিতা: মোঃ রহিদুল ইসলাম
৪. মোঃ মশিয়ার রহমান (৩৫), পিতা: মোঃ শফিয়ার রহমান
পুলিশ সূত্রে জানা যায়, চক্রটি ভূয়া নাম-ঠিকানায় সিম নিবন্ধন করে অবৈধ বিকাশ ও এমএফএস অ্যাকাউন্ট পরিচালনা করত। তারা সামাজিক যোগাযোগমাধ্যম—ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইমো—ব্যবহার করে নিজেদের বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের কর্মী হিসেবে পরিচয় দিয়ে ‘সহজ লোনের’ প্রলোভন দেখিয়ে প্রবাসীদের টার্গেট করত। বুস্টকৃত বিজ্ঞাপনের মাধ্যমে প্রলোভিত করে টাকা সংগ্রহ করাই ছিল তাদের মূল কৌশল।
ইতোমধ্যে একজন আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। পুলিশ জানিয়েছে, চক্রটির সঙ্গে যুক্ত ফেসবুক বিজ্ঞাপনদাতা, অবৈধ সিম সরবরাহকারীসহ আরও কয়েকজনকে শনাক্ত করা হয়েছে। তদন্ত শেষে সংশ্লিষ্ট সকলকে আইনের আওতায় আনা হবে বলে জানায় প্রশাসন।
সম্পাদক ও প্রকাশক : আরিফুল ইসলাম আশিক
২০২৫ © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত