জেলা প্রতিনিধি, রাতুল হোসেন (পাবনা)
ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় জামিন পেয়েছেন দৈনিক পাবনার চেতনা–এর সম্পাদক এবং দৈনিক ভোরের পাতা–এর জেলা প্রতিনিধি এস. এম. আদনান উদ্দিন।
বুধবার (২ জুলাই) সকালে পাবনার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের আমলী শাখা-১ থেকে বিচারক মোরশেদুল আলম তার জামিন মঞ্জুর করেন।
এর আগে, গত ২৮ এপ্রিল দৈনিক পাবনার চেতনা–য় “চাঁদাবাজ সমন্বয়ক অর্থের লালসায় বিকিয়েছেন সব” শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। এ সংবাদ প্রকাশের জেরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, পাবনা–এর মুখপাত্র সিরাজুম মুনিরা ৬ জুন দুপুরে পাবনা সদর থানায় সাংবাদিক আদনানের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করেন।
মামলায় ব্ল্যাকমেইলিংয়ের অভিযোগ আনা হলেও তা আদালতে প্রমাণিত না হওয়ায় সাংবাদিক এস. এম. আদনান উদ্দিনের জামিন মঞ্জুর করেন বিচারক।
জামিন পাওয়ার পর প্রতিক্রিয়ায় সাংবাদিক আদনান বলেন,
“ফ্যাসিস্ট হাসিনার আমলের কালো আইনে আমার বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। কিন্তু আদালত নিরপেক্ষভাবে বিচার করে জামিন দিয়েছেন। চাঁদাবাজ কিংবা দুর্নীতিবাজ—সে যেই হোক না কেন, অনুসন্ধানী সাংবাদিকদের কলম থেমে যাবে না। কলম চলছে এবং চলবেই।”