ফারুক আহমেদ, মাগুরা প্রতিনিধি :
বাংলাদেশ মেডিকেল মেশিনারিজ ও রিএজেন্ট খাতে সুপরিচিত প্রতিষ্ঠান “ট্রেডসওয়ার্থ লিমিটেড”-এর ম্যানেজার (ব্যবস্থাপক) মোঃ মশিউল আজম দীর্ঘদিন মাগুরায় দায়িত্ব পালন করেছেন দক্ষতা, সততা ও সুনামের সঙ্গে। প্রমোশন পেয়ে গোপালগঞ্জ জেলায় বদলি হওয়ায় মাগুরা জেলা প্রাইভেট ক্লিনিক ও ডায়াগনস্টিক অনার্স এসোসিয়েশনের পক্ষ থেকে তাকে আনুষ্ঠানিকভাবে বিদায়ী সংবর্ধনা (ফেয়ারওয়েল) দেওয়া হয়।
অনুষ্ঠানে তার পেশাগত নিষ্ঠা ও অবদানের কথা স্মরণ করে বক্তারা বলেন, মোঃ মশিউল আজম শুধু একজন দক্ষ কর্মকর্তা নন, বরং মানবিক মূল্যবোধসম্পন্ন একজন সহকর্মী হিসেবে সবার কাছে গ্রহণযোগ্যতা অর্জন করেছেন। তার ভবিষ্যত কর্মজীবনে আরও সাফল্য কামনা করেন সবাই।
এ সময় উপস্থিত ছিলেন মাগুরা জেলা প্রাইভেট ক্লিনিক ডায়াগনস্টিক অনার্স এসোসিয়েশনের সভাপতি মোঃ হাসান জামান, সাধারণ সম্পাদক মোঃ মুরাদ হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ রফিকুল ইসলাম শাহিন, স্থায়ী কমিটির সদস্য ও সালেহা ডায়াগনস্টিকের প্রোপ্রাইটর মোস্তাক আহমেদ, সাইন্স ল্যাবের প্রোপ্রাইটর ও স্থায়ী কমিটির সদস্য মেজবাহ উল আলমসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বিদায়ী সংবর্ধনায় মোঃ মশিউল আজম তার অনুভূতি ব্যক্ত করে সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং মাগুরার মানুষের আন্তরিকতা ও সহযোগিতার জন্য ধন্যবাদ জানান।