আরিফ আহমেদ, ময়মনসিংহ জেলা সংবাদদাতা
জুলাই পূর্ণ জাগরণ দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলা পরিষদ প্রাঙ্গণে সাত দিনব্যাপী এক বৃক্ষমেলার আয়োজন করা হয়েছে। মেলায় দেশি-বিদেশি বিভিন্ন প্রজাতির ফল, ফুল, ঔষধি ও কাঠজাত বৃক্ষের সমারোহ দেখা গেছে। মেলায় আগত বৃক্ষপ্রেমীরা সহজেই তাদের পছন্দের গাছ সংগ্রহ করতে পারছেন।
উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এই মেলায় হালুয়াঘাটসহ আশপাশের বিভিন্ন উপজেলার নার্সারিগুলো অংশগ্রহণ করেছে। পরিবেশ সচেতনতা বাড়াতে এবং বৃক্ষরোপণের প্রতি উৎসাহিত করতে মাইকিং ও প্রচারণার মাধ্যমে জনসাধারণকে মেলায় আমন্ত্রণ জানানো হচ্ছে।
আরও পড়ুন: হালুয়াঘাট সার্কেল অফিসের উদ্যোগে ৫০টি চোরাই মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর
মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা, কৃষি কর্মকর্তা ও সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা। উদ্বোধনী অনুষ্ঠানে ইউএনও সবাইকে অন্তত একটি করে গাছ লাগানোর আহ্বান জানান, যেন পরিবেশ ও জীববৈচিত্র্য সুরক্ষিত থাকে।
জুলাই আন্দোলনে নিহত শহীদদের স্মরণে উপজেলা পুরুষ চত্বরে তিনটি গাছ রোপণ করা হয়, যা দিবসটির তাৎপর্যকে আরও গভীরতা দিয়েছে। মেলাটি আগামী সাত দিনব্যাপী চলবে, এবং পরিবেশবান্ধব একটি সমাজ গঠনে উৎসাহী করছে নাগরিকদের।