বিশেষ প্রতিনিধি রিপোর্ট
📅 ৩ জুলাই ২০২৫ | 📍 ঢাকা
জুলাই মাস এলেই বাংলাদেশের ইতিহাসে প্রতিবাদ ও প্রতিরোধের স্পৃহা নতুন করে জেগে ওঠে। বছরের এই সময়টিতে শহিদদের রক্তস্নাত স্মৃতি ও শোষণবিরোধী বার্তা আবারও নতুন প্রজন্মকে নাড়া দেয়। আর সেই ধারাবাহিকতায় চলতি জুলাইতেও তরুণদের কণ্ঠে শোনা যাচ্ছে এক দৃপ্ত ঘোষণা— ‘শুধু প্রতিবাদ নয়, প্রয়োজনে অধিকার ছিনিয়ে নেবে নতুন প্রজন্ম।’
নতুন প্রজন্মের ভাষায়,
“এই রাষ্ট্র এখনো আগের মতোই পচা।
ঘোলাটে রাজনীতি, দুর্বৃত্তের দখলে প্রশাসন।
আদালত নতজানু, আইন বিক্রয়ের পণ্য।
আর সাধারণ জনগণ?
তাদের কণ্ঠ চেপে ধরার সব আয়োজন চলছে।”
তরুণদের মতে, জুলাই মানেই নিপীড়নের বিরুদ্ধে জেগে ওঠা।
তারা বলছে—
“জুলাই মানে ঘুমন্ত মানুষের বুকের উপর ধাক্কা।
জুলাই মানে শোষকের সিংহাসনে লাথি!
জুলাই মানে আমরা আসছি!”
তারা বলছে, এ প্রজন্ম আর মুখ বুঁজে সহ্য করবে না।
“আমরা শুধু প্রতিবাদ জানিয়ে থেমে যাই না,
প্রয়োজনে ছিনিয়ে নিই অধিকার।
আমরা শিখেছি, কখন রাস্তায় নামতে হয়।
এখনই সময়—জুলাইয়ের আগুনে জ্বালিয়ে তোলার পতনের সুর।”
বিশ্লেষকরা মনে করছেন, জুলাইয়ের মতো ঐতিহাসিক মাসে এমন বার্তা তরুণ সমাজের জাগরণেরই বহিঃপ্রকাশ। এই বার্তা শুধু ক্ষোভ নয়, বরং একটি গণজাগরণের আগাম বার্তাও।
শুধু সময়ই বলে দেবে—এই প্রতিবাদের ঢেউ কী পরিবর্তনের ঢাক বাজাতে সক্ষম হয় কিনা।