তানভীর ভুইয়া, বিজয়নগর (ব্রাক্ষণবাড়িয়া):
প্রখ্যাত ইসলামি আলেম ও লাখো মানুষের প্রিয় মুফাস্সির আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী এর ২য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে জামায়াত নেতা প্রফেসর আলি আজ্জম এক আবেগঘন বক্তব্যে অভিযোগ করেছেন যে, ফ্যাসিস্ট সরকার ও ষড়যন্ত্রকারীরা তাঁর জীবন ধ্বংসের পেছনে সক্রিয় ছিল।
প্রফেসর আলি আজ্জম বলেন, “আল্লামা সাঈদী ছিলেন দেশের কোটি মানুষের হৃদয়ের স্পন্দন। ২০১৩ সালের ২৮ ফেব্রুয়ারি তাঁকে মানবতাবিরোধী, ধর্ষক ও রাজাকার ইত্যাদি মিথ্যা অভিযোগে হেনস্তা করা হয়। ২০১৪ সালে তাঁকে ফাঁসির রায় দেওয়া হয়, যা সারা দেশে ব্যাপক প্রতিবাদের জন্ম দেয়। প্রতিবাদের সময় ২১৫ জন শাহাদাত বরণ করেন।”
তিনি আরও উল্লেখ করেন, “আল্লামা সাঈদী এর তাফসির মাহফিলে লাখ লাখ মানুষ উপস্থিত হতেন, যেন এক মহাসমুদ্র। পৃথিবীতে আর কোনো তাফসির কারকের মাহফিলে এতজন একত্রিত হওয়ার নজির নেই। তাকে দলমত নির্বিশেষে সবাই মহব্বত করতো এবং ভালোবাসতো। তার অপরাধ ছিল তিনি সত্যের বাণি মানুষের নিকট পৌঁছে দিতেন। তাই তার অসুস্থতার সময় শাসকরা ষড়যন্ত্র করে তাঁকে হত্যা করেছে; ছেলে হাসপাতালে গিয়ে ৬ ঘণ্টা অপেক্ষা করার পরও সাক্ষাৎ করতে দেওয়া হয়নি।”
আরও পড়ুন: জামায়াতের আমীর ডা. শফিকুর রহমান আগামীকাল পাবনায় আসছেন
প্রফেসর আলি আজ্জম আরও বলেন, “মৃত্যুর পরও আল্লামা সাঈদী এর প্রতি একশত সাতটি রাষ্ট্রে জানাজা অনুষ্ঠিত হয়। এত জনপ্রিয় ছিলেন তিনি। আল্লাহ সুযোগ দেন কিন্তু ছেড়ে দেন না। তাঁর জীবন ও ত্যাগ ভবিষ্যত প্রজন্মের জন্য চিরকাল অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।”
সম্পাদক ও প্রকাশক : আরিফুল ইসলাম আশিক
২০২৫ © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত