পাবনা প্রতিনিধি:
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান আগামীকাল (২১ জুলাই) পাবনায় আসছেন। বিকেল ৩টায় ঈশ্বরদীর আলহাজ্ব মোড় সংলগ্ন আলহাজ্ব টেক্সটাইল উচ্চ বিদ্যালয় মাঠে একটি দোয়া মাহফিলে অংশগ্রহণ করবেন তিনি।
জানা গেছে, সম্প্রতি ঢাকায় জাতীয় সমাবেশে যোগ দিতে গিয়ে পথে স্ট্রোক করে জামায়াতের এক কর্মীর মৃত্যু হয়। তার মৃত্যুতে গভীর শোক ও সহানুভূতি জানাতে আমীর পাবনায় যাচ্ছেন। পাশাপাশি, মরহুমের পরিবারের প্রতি সমবেদনা জানাতে এবং দোয়া মাহফিলে উপস্থিত থেকে মাগফিরাত কামনা করবেন তিনি।
জেলা জামায়াতের নেতারা জানান, ডা. শফিকুর রহমানের সফর উপলক্ষে ইতোমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে এবং দলীয় নেতাকর্মীদের উপস্থিত থাকার আহ্বান জানানো হয়েছে।