1. ashiqmahmud156@gmail.com : কালিকা প্রসাদ টিভি : কালিকা প্রসাদ টিভি
  2. info@www.kalikaprosadtv.online : কালিকা প্রসাদ টিভি :
শুক্রবার, ০১ অগাস্ট ২০২৫, ০২:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
রূপগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কের পাশে ভাসমান দোকান উচ্ছেদ, প্রশাসনের কঠোর হুঁশিয়ারি পাবনায় ঋণখেলাপি মামলার নোটিশ পেয়ে ব্যাংকে হামলা, ব্যবস্থাপক গুরুতর আহত বিজয়নগরে আসন পুনঃনির্ধারণের প্রতিবাদে ঢাকা-সিলেট মহাসড়কে বিক্ষোভ প্রেসক্লাব গোপালগঞ্জে চুরির ঘটনায় আটক ১ মাগুরায় এওয়ার্ডধারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত জুলাই পূর্ণ জাগরণ দিবস উপলক্ষে হালুয়াঘাটে সাত দিনব্যাপী বৃক্ষমেলা শুরু হালুয়াঘাট সার্কেল অফিসের উদ্যোগে ৫০টি চোরাই মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর গোপালগঞ্জের রাজনৈতিক অস্থিরতা নিয়ে গণঅধিকার পরিষদের সংবাদ সম্মেলন কোনো পরীক্ষা ছাড়াই বোঝা যাবে গর্ভে ছেলে না মেয়ে? জানুন প্রচলিত ধারণা ও বাস্তবতা বিজয়নগর থেকে ৩ ইউনিয়ন কর্তনের সিদ্ধান্তে অনলাইনে প্রতিবাদ-নিন্দার ঝড়

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নিবন্ধন আবেদন, প্রতীক হিসেবে চাওয়া ‘শাপলা’

নিউজ ডেস্ক
  • প্রকাশিত: সোমবার, ২৩ জুন, ২০২৫
  • ৫৬ বার পড়া হয়েছে

বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে নতুন মাত্রা যোগ করতে আনুষ্ঠানিকভাবে নির্বাচন কমিশনে (ইসি) নিবন্ধনের জন্য আবেদন জমা দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির পক্ষ থেকে ‘শাপলা’ প্রতীক চেয়ে আবেদন করা হয়েছে, যা দেশের জাতীয় ফুল হিসেবেও পরিচিত।

গতকাল ২২ জুন (রবিবার) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে উপস্থিত হয়ে দলের শীর্ষ নেতারা আবেদনপত্র জমা দেন। আবেদন জমা দেওয়ার সময় উপস্থিত ছিলেন দলের সদস্য সচিব আখতার হোসেন, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, উত্তরাঞ্চলীয় মুখ্য সমন্বয়ক সারজিস আলম, ও জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন

তিনটি প্রতীক পছন্দ, শীর্ষে ‘শাপলা’

নির্বাচনে প্রতীক বরাদ্দের জন্য এনসিপি ‘শাপলা’কে প্রথম পছন্দ হিসেবে উল্লেখ করেছে। বিকল্প হিসেবে রাখা হয়েছে ‘কলম’ ও ‘মোবাইল’ প্রতীক। আবেদন জমা দেওয়ার পর দলের পক্ষ থেকে সাংবাদিকদের সামনে বক্তব্য দেন আখতার হোসেন।

তিনি বলেন,

“আমরা গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) অনুযায়ী নিবন্ধনের সকল শর্ত পূরণ করে আবেদন জমা দিয়েছি। নির্বাচন কমিশনের কর্মকর্তারা তা গ্রহণ করেছেন এবং রিসিভ কপিও দিয়েছেন।”

‘শাপলা প্রতীকেই জনগণের জয়জয়কার হবে’

এ সময় দলের মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন,

“৫ তারিখে গণঅভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশের মানুষ যেমন জয় পেয়েছিল, আগামীর জাতীয় সংসদ নির্বাচনেও ‘শাপলা’ প্রতীকেই বাংলাদেশের মানুষ জয় দেখাবে। আমরা বিশ্বাস করি, এনসিপির নেতৃত্বে ভবিষ্যতে দেশে একটি নতুন সরকার গঠিত হবে।

নির্বাচন কমিশন পুনর্গঠনের দাবি

দলটির পক্ষ থেকে নির্বাচন কমিশন পুনর্গঠনের জোর দাবি জানানো হয়েছে।

“গত ১৫ বছরে নির্বাচন কমিশনকে ধ্বংস করা হয়েছে। এই সাংবিধানিক প্রতিষ্ঠানকে পুনর্গঠন করে জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা করতেই আজ আমরা এখানে এসেছি,”
— বলেন নাসীরুদ্দীন পাটওয়ারী।
তিনি আরও বলেন, “নির্বাচন কমিশন থাকবেই, কিন্তু তাকে জনগণের আস্থা ফিরিয়ে আনতে হবে।

জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আত্মপ্রকাশ ঘটে ২৮ ফেব্রুয়ারি ২০২৫। দলটি মূলত গড়ে উঠেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির নেতৃত্বে। জুলাই-আগস্টের ‘গণঅভ্যুত্থান’–এর প্রেক্ষাপটে আওয়ামী লীগ সরকারের পতনের পর এনসিপি সংগঠিত হয়।

নিবন্ধনের জন্য আবেদনকারীদের অবস্থা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশন (ইসি) গত ১০ মার্চ নতুন দলগুলোর নিবন্ধনের আবেদন আহ্বান করে। ২০ এপ্রিল পর্যন্ত ৬৫টি রাজনৈতিক দল আবেদন করে। এরপর সময়সীমা ২ মাস বাড়িয়ে ২২ জুন পর্যন্ত করা হয়।

নতুন রাজনৈতিক দল হিসেবে এনসিপি ছাড়াও ৪৫টির বেশি দল শেষ দিন পর্যন্ত আবেদন জমা দিয়েছে। নির্বাচন কমিশন এখন এসব দলের আবেদন যাচাই-বাছাই করছে।

নতুন রাজনৈতিক শক্তি হিসেবে এনসিপি

বৈষম্যবিরোধী রাজনীতি, ‘গণঅধিকার প্রতিষ্ঠা’নতুন রাজনৈতিক সংস্কৃতি গঠনের লক্ষ্যে এনসিপি ইতোমধ্যেই সাধারণ মানুষের মাঝে পরিচিতি তৈরি করছে বলে দাবি করেছেন দলটির নেতারা। নির্বাচন কমিশনের নিবন্ধন পেলে আসন্ন সংসদ নির্বাচনে অংশগ্রহণের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে রাজনৈতিক ময়দানে প্রবেশ করবে দলটি।


তথ্যসূত্র: নির্বাচন কমিশন বাংলাদেশ, এনসিপি প্রেস ব্রিফিং, প্রথম আলো, বিডিনিউজ২৪
লেখা: কালিকা প্রসাদ টিভি, রাজনৈতিক ডেস্ক

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত কালিকা প্রসাদ টিভি-২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট