স্টাফ রিপোর্টার
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় শারীরিকভাবে অক্ষম প্রতিবন্ধী নারী, পুরুষ ও শিশুদের মাঝে হুইলচেয়ার বিতরণ করেছে উপজেলা সমাজসেবা কার্যালয়।
সোমবার (২৫ আগস্ট) সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের যৌথ উদ্যোগে এ মানবিক সহায়তা কার্যক্রম অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রোমানা রিয়াজ। তিনি বলেন—
“প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয়। যথাযথ সহযোগিতা পেলে তারাও সমাজের সম্পদে পরিণত হতে পারে। সরকার প্রতিবন্ধীদের জন্য নানা ধরনের সহায়তা চালু রেখেছে এবং তা পৌঁছে দিতে আমরা নিরলসভাবে কাজ করছি।”
এদিন উপজেলার বিভিন্ন এলাকার ১৭ জন সুবিধাবঞ্চিত প্রতিবন্ধী নারী, পুরুষ ও শিশুকে হুইলচেয়ার প্রদান করা হয়। হুইলচেয়ার পেয়ে উপকারভোগীদের চোখেমুখে আনন্দ ও কৃতজ্ঞতার ছাপ ফুটে ওঠে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন—
এছাড়া পৌর জামায়াতের আমির আবুল বাশার, সেক্রেটারি গোলাম রাব্বানী, পৌর যুব বিভাগের সভাপতি মোঃ শহিদুল ইসলাম মাসুম, পৌর ছাত্রদলের আহ্বায়ক রাব্বিউল ইসলাম রকি, মহিপুর কলেজ ছাত্রদল নেতা রাজীব ফয়সাল, যুবদল নেতা মোঃ সাব্বির হোসেনসহ বিভিন্ন পর্যায়ের সমাজকর্মী ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে অতিথিরা প্রত্যেক উপকারভোগীর হাতে হুইলচেয়ার তুলে দেন। এ ধরনের মানবিক কার্যক্রমকে সবাই সাধুবাদ জানান এবং ভবিষ্যতেও এর ধারাবাহিকতা বজায় থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
আরও পড়ুন: দালালমুক্ত ডিবিএলএম হাসপাতাল বর্হিবিভাগের দাবিতে মানববন্ধন
সম্পাদক ও প্রকাশক : আরিফুল ইসলাম আশিক
২০২৫ © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত