স্পোর্টস ডেস্ক – ৫ জুলাই ২০২৫
ক্লাব বিশ্বকাপ ২০২৫-এর কোয়ার্টার ফাইনালে ব্রাজিলিয়ান ক্লাব পালমেইরাসকে ২–১ ব্যবধানে হারিয়ে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে ইংলিশ ক্লাব চেলসি। যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ার লিনকন ফিনান্সিয়াল ফিল্ডে অনুষ্ঠিত এই হাইভোল্টেজ ম্যাচে প্রথমে এগিয়ে যায় চেলসি, পরে সমতায় ফেরে পালমেইরাস, তবে শেষদিকে আত্মঘাতী গোলে জয় নিশ্চিত করে ব্লুজরা।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল উপহার দেয় চেলসি। ১৬তম মিনিটেই ফল আসে, যখন তরুণ মিডফিল্ডার কোল পালমার দুর্দান্ত এক গোল করে দলকে এগিয়ে দেন ১–০ ব্যবধানে। পালমেইরাস কিছুটা বিচলিত হলেও ধীরে ধীরে খেলায় ফেরে এবং প্রথমার্ধে আর কোনো গোল না হলেও উত্তেজনা ছিল চোখে পড়ার মতো।
দ্বিতীয়ার্ধের শুরুতেই পালমেইরাস রূপ নেয় এক ভিন্ন চেহারায়। ৫৩তম মিনিটে দলের হয়ে গোল করেন এস্তাভাও, যেটি চেলসির ডিফেন্সকে সম্পূর্ণ ছিন্নভিন্ন করে দেয়। ম্যাচ তখন ১–১ সমতায় ফেরে এবং দু’দলই জয় নিশ্চিত করতে মরিয়া হয়ে ওঠে।
কিন্তু ম্যাচের ভাগ্য নির্ধারণ হয় ৮৩তম মিনিটে। চেলসির মালো গুস্তোর ডান প্রান্ত থেকে করা ক্রস ক্লিয়ার করতে গিয়ে আত্মঘাতী গোল করে বসেন পালমেইরাসের গোলরক্ষক ওয়েভার্টন। তার হাতে লেগে বল সোজা জালে ঢুকে পড়ে এবং চেলসি আবারও এগিয়ে যায় ২–১ ব্যবধানে।
বাকি সময়টুকুতে পালমেইরাস অনেক চেষ্টা করলেও চেলসির রক্ষণভাগ আর গোলরক্ষক সেই সুযোগ দিতে নারাজ। নির্ধারিত সময় শেষে ২–১ গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে ইংলিশ ক্লাবটি।
এই জয়ের ফলে চেলসি এখন ক্লাব বিশ্বকাপ ২০২৫-এর সেমিফাইনালে উঠেছে, যেখানে তারা মুখোমুখি হবে আরেক ব্রাজিলিয়ান ক্লাব ফ্লুমিনেন্সের। ম্যাচটি ফুটবলপ্রেমীদের জন্য একটি উত্তেজনাপূর্ণ দ্বৈরথ হতে চলেছে বলেই ধারণা করা হচ্ছে।