মতলব দক্ষিণ প্রতিনিধি:
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার দক্ষিণ ডিঙ্গাভাঙ্গা ঈদগাঁহ বাজারে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২২ আগস্ট ২০২৫) বিকাল ৫টায় ডিঙ্গাভাঙ্গা তাওহীদি জনতা ও সচেতন নাগরিক সমাজের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানটি পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয়। কোরআন তেলাওয়াত করেন মাওলানা জসিম উদ্দিন এবং পুরো আয়োজনের সঞ্চালনা করেন মো. রবিউল আজম।
মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব ও সাংবাদিক ইলিয়াস খান। তিনি বলেন—
“এখানে আর শুধু প্রতিবাদ নয়, এখন সময় প্রতিরোধের। মাদকের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলুন, প্রতিরোধ হবেই।”
এছাড়া বক্তব্য রাখেন সমাজসেবক শরিফুল্লা পাটোয়ারী, মাওলানা জহির মনোয়ার, বোরহান বকাউল, মোহাম্মদ সোহাগ, শাহাদাত হোসাইন ও মাইনুদ্দিন মৌলভীসহ এলাকার বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, মাদক সমাজের জন্য মারাত্মক অভিশাপ। যুব সমাজকে রক্ষা করতে হলে পরিবার থেকে শুরু করে সমাজের প্রতিটি স্তরে সচেতনতা বাড়াতে হবে। তারা কুখ্যাত মাদক ব্যবসায়ীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
আয়োজকরা জানান, মাদকমুক্ত সমাজ গড়তে এ ধরনের কর্মসূচি ধারাবাহিকভাবে চলতে থাকবে।
আরও পড়ুন: উন্নয়ন হোক গাছকে বাঁচিয়ে, ধ্বংস করে নয়: আতাউর রহমান