তানভীর ভূঁইয়া, বিজয়নগর প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার চম্পকনগর ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আগামী ১৯ জুলাই ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিতব্য জাতীয় মহাসমাবেশে যোগদানের লক্ষ্যে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় উপস্থিত ছিলেন চম্পকনগর ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওলানা আব্দুল আহাদ, সহ-সভাপতি সগীর আহমেদ, সেক্রেটারি সোহেল রানা এবং ইউনিয়নের অন্যান্য নেতাকর্মীবৃন্দ।
বক্তারা বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন যেন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হয়, সেই লক্ষ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আয়োজনে ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় সমাবেশ অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ সমাবেশে জনগণের আশা-আকাঙ্কার প্রতিফলন ঘটবে বলে আশাবাদ ব্যক্ত করেন তাঁরা।
সমাবেশে দলীয় পক্ষ থেকে উত্থাপিত ৭ দফা দাবি তুলে ধরা হয়:
১. লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতকরণ
২. জুলাইসহ সকল গণহত্যার বিচার
৩. প্রয়োজনীয় মৌলিক সংস্কার
৪. জুলাই সনদ ও ঘোষণাপত্র বাস্তবায়ন
৫. জুলাই গণঅভ্যুত্থানে শহিদ ও আহতদের পরিবারের পুনর্বাসন
৬. পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন
৭. এক কোটির বেশি প্রবাসীর ভোটাধিকার নিশ্চিত করা
সভায় আরও জানানো হয়, চম্পকনগর ইউনিয়ন জামায়াতে ইসলামীর পক্ষ থেকে সমাবেশে অংশগ্রহণকারীদের জন্য পর্যাপ্ত যাতায়াতের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ঢাকা যাওয়ার জন্য বাস ও গাড়ি প্রস্তুত রাখা হয়েছে, যেন ইউনিয়ন থেকে ব্যাপকসংখ্যক নেতাকর্মী নির্বিঘ্নে অংশগ্রহণ করতে পারেন।
নেতারা দলীয় কর্মীদের ঐক্যবদ্ধভাবে অংশগ্রহণের আহ্বান জানান এবং এ সমাবেশকে ঐতিহাসিক সফলতায় রূপ দেওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।