1. ashiqmahmud156@gmail.com : কালিকা প্রসাদ টিভি : কালিকা প্রসাদ টিভি
  2. info@www.kalikaprosadtv.online : কালিকা প্রসাদ টিভি :
সোমবার, ২৫ অগাস্ট ২০২৫, ১০:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
মাগুরায় ছাত্রনেতা শহীদ আবু তৈয়ব মোল্যার ২য় শাহাদাৎ বার্ষিকী পালিত গোপালগঞ্জে মধুমতি নদী থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার নীলফামারীতে হাইড্রোলিক হর্ণের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযান ও জরিমানা নির্বাচন ঘিরে পত্তন ইউনিয়নে জামায়াতের প্রস্তুতি সভা নীলফামারীতে চীন সরকারের উপহারে এক হাজার শয্যার আধুনিক হাসপাতাল বাংলাদেশ তরুণ কলাম লেখক জাতীয় বিশ্ববিদ্যালয় শাখার তরুণ লেখক সম্মেলন ও ম্যাগাজিন মোড়ক উন্মোচন সম্পন্ন প্রবাসী যুব কল্যাণ সংগঠনের উদ্যোগে অসহায় পরিবারের মেয়ের বিয়ের জন্য অনুদান প্রদান চট্টগ্রামে নগরফুলের এক দশক পূর্তি উৎসব উদযাপিত পাবনায় ট্রাক তল্লাশিতে ১৮ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক মরহুম হাজী মো. কালু মিয়ার ১৫তম মৃত্যুবার্ষিকী আজ

চট্টগ্রামে নগরফুলের এক দশক পূর্তি উৎসব উদযাপিত

মো. রেজাউল মোস্তফা, চট্টগ্রাম প্রতিনিধি
  • প্রকাশিত: শনিবার, ২৩ আগস্ট, ২০২৫
  • ৪৩ বার পড়া হয়েছে

রেজাউল মোস্তফা, চট্টগ্রাম

সুবিধাবঞ্চিত ও পথশিশুদের কল্যাণে কাজ করা সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন নগরফুল প্রতিষ্ঠার এক দশক পূর্ণ করেছে। গত দশ বছরে সংগঠনটি শিক্ষা, স্বাস্থ্য, সংস্কৃতি, সামাজিক সচেতনতা ও মানবিক কর্মকাণ্ডে অনন্য অবদান রেখে সমাজে একটি দৃষ্টান্ত স্থাপন করেছে।



এই উপলক্ষে শুক্রবার (২২ আগস্ট) বিকেলে চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমিতে আয়োজন করা হয় “নগরফুলের এক দশক পূর্তি উৎসব”

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের এডিসি (ক্রাইম) হুমায়ুন কবির, নগরফুলের উপদেষ্টা মোস্তাক হোসাইন, কোহিনূর কামাল, কামরুজ্জামান লিটন, সাঈদ মিল্কি, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ডেভ ডোলান্ড, সাজিনাজ হাসপাতালের পরিচালক হাসান মাহমুদ চৌধুরী এবং লায়ন জেলা রিজিওন চেয়ারপার্সন লায়ন ওসমান গনি।



অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নগরফুলের সভাপতি মোহিমানুর রহমান মাহিম এবং সঞ্চালনায় ছিলেন সংগঠনের সদস্য রাশেদা আক্তার ইমু।

প্রধান অতিথির বক্তব্যে সিটি মেয়র বলেন—
“নগরফুলের মতো স্বেচ্ছাসেবী সংগঠন সমাজের অবহেলিত শিশুদের জন্য আশার আলো হয়ে কাজ করছে। এমন উদ্যোগ সমাজকে বদলে দিতে পারে। আমি বিশ্বাস করি, আগামী দিনগুলোতে নগরফুল আরও বৃহৎ পরিসরে সমাজ উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করবে।”



এসময় নগরফুলের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান বায়েজিদ সুমন সংগঠনের এক দশকের পথচলা, অর্জন ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। তিনি বলেন—
“গত দশ বছরে নগরফুল শিক্ষা, স্বাস্থ্যসেবা, পুষ্টি ও সংস্কৃতিচর্চার মাধ্যমে শত শত শিশু ও পরিবারকে সহায়তা করেছে। এই সাফল্যের কৃতিত্ব নগরফুলের প্রতিটি স্বেচ্ছাসেবক, শুভানুধ্যায়ী ও দাতাদের।”

অনুষ্ঠানে “এক দশক পূর্তি ম্যাগাজিন” এর মোড়ক উন্মোচন করা হয়। পাশাপাশি দীর্ঘদিন ধরে সংগঠনের সাথে যুক্ত থেকে অবদান রাখা স্বেচ্ছাসেবক ও শুভানুধ্যায়ীদের হাতে সম্মাননা প্রদান করা হয়।

শেষে নগরফুলের শিশুরা মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা উপস্থাপন করে, যা উপস্থিত সবার মন জয় করে নেয়।



অতিথিরা তাঁদের বক্তব্যে বলেন, নগরফুল শুধু একটি সংগঠন নয়; এটি একটি পরিবার, যা সমাজের অবহেলিত মানুষদের পাশে দাঁড়িয়ে তাদের জীবনমান উন্নয়নে কাজ করছে। তারা আশা প্রকাশ করেন, আগামীতেও নগরফুল সমাজ উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য, সংস্কৃতি ও মানবিক কর্মকাণ্ডে অগ্রণী ভূমিকা পালন করবে।

এক দশকের দীর্ঘ পথচলায় নানা চ্যালেঞ্জ মোকাবিলা করে টিকে আছে নগরফুল। ভবিষ্যতেও আরও বৃহৎ আকারে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছে সংগঠনের নেতৃবৃন্দ।

আরও পড়ুন: সিভাসু যুব রেড ক্রিসেন্ট ইউনিটের উদ্যোগে নবীনবরণ ও সার্টিফিকেট বিতরণ অনুষ্ঠিত

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

বিজ্ঞাপন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত কালিকা প্রসাদ টিভি-২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট