মো: রেজাউল মোস্তফা, চট্টগ্রাম প্রতিনিধি
০৯ জুলাই ২০২৫
চট্টগ্রামে কয়েকদিনের টানা ভারী বর্ষণের কারণে পাহাড়ধসের ঝুঁকি মারাত্মকভাবে বেড়েছে। এ অবস্থায় জনগণকে সচেতন করতে চট্টগ্রাম সিটি কর্পোরেশন, জেলা প্রশাসন ও ইপসা’র (EPSA) নির্দেশনায় নগরীর ৭ নম্বর ওয়ার্ডে আরবান কমিউনিটি ভলেন্টিয়ারদের মাধ্যমে সচেতনতামূলক মাইকিং ও সরাসরি প্রচারণা চালানো হয়েছে।
সচেতনতামূলক এ কার্যক্রম পরিচালিত হয় মিয়ার পাহাড় ও ট্যাংকির পাহাড় এলাকায়, যেগুলো চট্টগ্রামের ঝুঁকিপূর্ণ বসবাসকারী জনগোষ্ঠীর এলাকা হিসেবে পরিচিত। স্থানীয় বাসিন্দাদের জীবনের নিরাপত্তার স্বার্থে নিরাপদ স্থানে সরে যাওয়ার আহ্বান জানানো হয়। পাশাপাশি আশ্রয় কেন্দ্রে যাওয়ার পরামর্শ এবং প্রয়োজনে সহায়তা দেওয়ার প্রস্তুতির কথাও জানানো হয়।
এ কার্যক্রমে উপস্থিত ছিলেন:
মাইকিং-এ বলা হয়:
❝ টানা বৃষ্টিতে যেকোনো সময় পাহাড়ধস হতে পারে। দয়া করে ঝুঁকিপূর্ণ পাহাড়ি এলাকা ত্যাগ করুন এবং নিরাপদ স্থানে যান।❞
সাথে যোগাযোগের নম্বর ও জরুরি সহায়তার প্রতিশ্রুতিও প্রদান করা হয়।
আরবান কমিউনিটি ভলেন্টিয়ারদের পক্ষ থেকে জানানো হয়েছে,
“পাহাড়ধস ও অন্যান্য দুর্যোগে প্রস্তুতিমূলক সচেতনতামূলক কার্যক্রম ভবিষ্যতেও চলমান থাকবে।”
উল্লেখ্য, চট্টগ্রামে প্রতি বর্ষা মৌসুমেই পাহাড়ধসের ঘটনা ঘটে, এবং অনেক সময় প্রাণহানিও ঘটে। তাই আগাম সতর্কতা ও সচেতনতা কর্মসূচি জনজীবন রক্ষায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।