📅 ২৫ জুন ২০২৫ | চট্টগ্রাম
✍️ প্রতিবেদন: কালিকা প্রসাদ টিভি
চট্টগ্রামের বহদ্দারহাটে অটোচালক শহীদুল ইসলাম শহীদ হত্যাকাণ্ডে গ্রেপ্তার দেখানো হয়েছে সাবেক তিন সংসদ সদস্যসহ মোট ১০ জনকে। বুধবার (২৫ জুন) চট্টগ্রাম মহানগর আদালতের চতুর্থ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মোস্তফা শুনানি শেষে এই আদেশ দেন।
গ্রেপ্তার দেখানো আসামিরা হলেন:
চট্টগ্রাম কারাগারে থাকা নয় আসামিকে আদালতে সরাসরি হাজির করা হয় কড়া নিরাপত্তায়। অন্যদিকে, কাশিমপুর কারাগারে থাকা সাবেক এমপি ফজলে করিম চৌধুরী ভার্চুয়াল মাধ্যমে আদালতে যুক্ত হন। বিষয়টি নিশ্চিত করেছেন সহকারী সরকারি কৌঁসুলি অ্যাডভোকেট মো. রায়হানুল ওয়াজেদ চৌধুরী।
২০২৪ সালের ৩ আগস্ট, বৈষম্যবিরোধী আন্দোলনের সময় চট্টগ্রাম নগরের বহদ্দারহাটে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষ চলাকালে আন্দোলনকারীদের লক্ষ্য করে গুলি চালানো হয়। এতে একাধিক ব্যক্তি আহত হন। গুলিবিদ্ধ হন অটোরিকশাচালক শহীদুল ইসলাম শহীদ। গুরুতর অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হলে সেখানেই তিনি মারা যান।
এই ঘটনার আগে ছাত্র-জনতার একটি মিছিল নগরীর নিউমার্কেট থেকে রওনা হয়ে সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের বাসভবনের দিকে গেলে হামলা হয়। এরপর বহদ্দারহাটে মেয়র রেজাউল করিম চৌধুরীর বাড়ির দিকেও উত্তেজনা ছড়ায়।
পরবর্তীতে, ১৯ আগস্ট নিহত শহীদুলের ভাই শফিকুল ইসলাম চান্দগাঁও থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় আওয়ামী লীগের একাধিক সাবেক ও বর্তমান নেতা-কর্মীকে আসামি করা হয়।
আদালতের আদেশে বলা হয়, এই মামলায় উপস্থাপিত তথ্য ও ঘটনার পরিপ্রেক্ষিতে আসামিদের গ্রেপ্তার দেখানো যুক্তিসঙ্গত। তদন্তের স্বার্থে তাদেরকে পরবর্তী সময়ে জিজ্ঞাসাবাদ করা হতে পারে।
সম্পাদক ও প্রকাশক : আরিফুল ইসলাম আশিক
২০২৫ © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত