কক্সবাজারের চকরিয়া থানা হেফাজতে দুর্জয় চৌধুরী (২৭) নামে এক উচ্চ বিদ্যালয়ের অফিস সহকারীর মৃত্যুকে ঘিরে প্রশ্ন উঠেছে। প্রাথমিকভাবে পুলিশ একে আত্মহত্যা বললেও প্রচারিত ছবিকে কেন্দ্র করে জনমনে সন্দেহ দেখা দিয়েছে।
পুলিশ জানায়, বৃহস্পতিবার (২১ আগস্ট) রাত ১২টা থেকে ভোর ৪টার মধ্যে দুর্জয় নিজের শার্ট গলায় পেঁচিয়ে হাজতের দরজার গ্রিলে ঝুলে আত্মহত্যা করেন। শুক্রবার সকালে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। এরপর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুপায়ন দেবের উপস্থিতিতে সুরতহাল তৈরি করে মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।
দুর্জয় চৌধুরী চকরিয়া পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের ভরামুহুরী হিন্দুপাড়ার কমল চৌধুরীর ছেলে। তিনি চকরিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের অফিস সহকারী হিসেবে কর্মরত ছিলেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাবেয়া খানম চেকসহ নগদ ২ লাখ ৮৩ হাজার টাকা আত্মসাতের অভিযোগে দুর্জয়ের বিরুদ্ধে মামলা দায়ের করেন। পরবর্তীতে স্কুল সভাপতি ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুপায়ন দেবের নির্দেশে বৃহস্পতিবার সন্ধ্যায় তাকে আটক করে থানা হেফাজতে নেয়া হয়।
এ ঘটনায় স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন উঠেছে। তারা বলছেন, থানায় আটক থাকা অবস্থায় একজনের আত্মহত্যা করা নিয়ে স্বচ্ছ তদন্ত প্রয়োজন।
আরও পড়ুন: মাগুরায় ১৩ ইউনিয়নে লটারীর মাধ্যমে ২২ জন খাদ্যবান্ধব কর্মসূচি ডিলার নিয়োগ
নিউজের তথ্য সূত্র: বাংলা নিউজ ২৪
সম্পাদক ও প্রকাশক : আরিফুল ইসলাম আশিক
২০২৫ © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত