লুৎফর সিকদার, গোপালগঞ্জ প্রতিনিধি:
গোপালগঞ্জ সদর উপজেলার মাঝিগাতী ইউনিয়ন পরিষদের বারবার নির্বাচিত চেয়ারম্যান, বঙ্গবন্ধু কলেজের প্রাক্তন ভিপি এবং বীর মুক্তিযোদ্ধা হাফিজুর রহমান খান (মুকুল খাঁ) আর নেই। তিনি আজ শুক্রবার, ১ আগস্ট ২০২৫ তারিখে রাত ২টা ২০ মিনিটে ঢাকা ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)
মরহুমের নামাজে জানাজা আজ শুক্রবার আসরের নামাজের পর মাঝিগাতী বাজার সংলগ্ন স্কুল ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হবে। জানাজা শেষে তাকে তার পৈতৃক গ্রাম কোনাগ্রাম মাঝিগাতীর পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। মরহুমের মৃত্যুতে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
আরও পড়ুন: পাবনায় ঋণখেলাপি মামলার নোটিশ পেয়ে ব্যাংকে হামলা, ব্যবস্থাপক গুরুতর আহত
পরিবারের পক্ষ থেকে মরহুমের জ্যেষ্ঠ পুত্র, প্রাক্তন গোপালগঞ্জ জেলা পরিষদ সদস্য আরমান হাফিজ সকলকে জানাজায় অংশগ্রহণের অনুরোধ জানিয়েছেন। তিনি বলেন, “আমার বাবার জন্য সকলের দোয়া চাই। মহান আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদৌস নসীব করেন।”
একজন সফল জনপ্রতিনিধি ও মুক্তিযোদ্ধা হিসেবে মুকুল খাঁ দীর্ঘদিন ধরে এলাকাবাসীর সেবা করে গেছেন। তার মৃত্যুতে গোপালগঞ্জবাসী একজন অভিভাবককে হারালো।
সম্পাদক ও প্রকাশক : আরিফুল ইসলাম আশিক
২০২৫ © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত