লুৎফর সিকদার, গোপালগঞ্জ প্রতিনিধি | ৯ জুলাই ২০২৫
গোপালগঞ্জ জেলা স্পেশাল ব্রাঞ্চের (ডিএসবি) সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. মনিরুল ইসলাম মনির তাঁর সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের স্বীকৃতিস্বরূপ অষ্টমবারের মতো পুরস্কার অর্জন করেছেন।
মঙ্গলবার (৯ জুলাই) গোপালগঞ্জ জেলা পুলিশ লাইন্সে আয়োজিত মাসিক কল্যাণ সভায় মাননীয় পুলিশ সুপার তাঁর হাতে আনুষ্ঠানিকভাবে এই পুরস্কার তুলে দেন।
পুলিশ বিভাগে দায়িত্ব পালনের ক্ষেত্রে এএসআই মনিরুল ইসলাম একজন উদাহরণযোগ্য কর্মকর্তা হিসেবে বিবেচিত। পেশাগত কর্মদক্ষতা, গোয়েন্দা তথ্য সংগ্রহে সাফল্য এবং আইনশৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় তিনি পরপর বিভিন্ন সময়ে এ স্বীকৃতি পেয়ে আসছেন।
“এই পুরস্কার শুধু সম্মান নয়, আমার দায়িত্ব আরও বাড়িয়ে দিল। দেশের সেবা, জনগণের নিরাপত্তা ও পুলিশের ভাবমূর্তি রক্ষায় আমি সর্বদা সচেষ্ট থাকব।”
গোপালগঞ্জ জেলা পুলিশ বিভাগ এএসআই মনিরের এই অর্জনে গর্বিত। অনুষ্ঠানে পুলিশ সুপার মহোদয়ও তাঁর পেশাগত নিষ্ঠা ও দায়িত্ববোধের প্রশংসা করে বলেন—
“মনিরুল ইসলাম জেলার পুলিশ সদস্যদের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত। তাঁর মতো নিষ্ঠাবান অফিসার আমাদের বাহিনীর গর্ব।”
এএসআই মনিরুল ইসলাম মনির ইতিপূর্বেও মাদক ও চোরাচালানবিরোধী অভিযানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন, যা জেলা পুলিশের গোয়েন্দা কার্যক্রমকে সফল করে তোলে।