লুৎফর সিকদার, গোপালগঞ্জ প্রতিনিধি, কালিকা প্রসাদ টিভি:
গোপালগঞ্জে এনসিপির সমাবেশ ঘিরে সংঘর্ষে নিহত তিনজনের মরদেহ কবর থেকে উত্তোলন করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। আজ সোমবার দুপুরে এই প্রক্রিয়া সম্পন্ন হয় জেলা প্রশাসনের তত্ত্বাবধানে।
পৌর কবরস্থান থেকে উত্তোলন করা হয় ইমন তালুকদার ও রমজান কাজীর লাশ। অপরদিকে টুঙ্গিপাড়ার পাটগাতী মোল্লাবাড়ী কবরস্থান থেকে তোলা হয় সোহেল রানা মোল্লার মরদেহ।
জেলা প্রশাসনের অনুমোদনক্রমে এ কাজে অংশ নেন দুইজন নির্বাহী ম্যাজিস্ট্রেট—রাসেল মুন্সি এবং রন্টি পোদ্দার। তাঁরা যথাক্রমে ইমন ও রমজানের লাশ উত্তোলনের সময় উপস্থিত ছিলেন। একই সঙ্গে টুঙ্গিপাড়ায় সহকারী কমিশনার (ভূমি) মারুফ দস্তগীরের উপস্থিতিতে সোহেলের মরদেহ উত্তোলন করা হয়।
প্রত্যেকটি লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে পাঠানো হয়েছে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে। প্রাথমিক রিপোর্টে জানা যায়, ইমনের বাঁ উরুতে, রমজানের ডান কাঁধে এবং সোহেলের বুকে গুলির চিহ্ন রয়েছে। এসব তথ্য নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট তদন্ত কর্মকর্তা ও উপপরিদর্শকরা।
উল্লেখ্য, সংঘর্ষের ঘটনায় গত সপ্তাহে চারজন নিহত হন, যাদের মধ্যে তিনজনকে দাফনের পর আজ কবর থেকে উত্তোলন করা হলো। চিকিৎসাধীন অবস্থায় ঢাকায় মারা যাওয়া রমজান মুন্সির লাশের ময়নাতদন্ত ঢামেক হাসপাতালে ইতোমধ্যেই সম্পন্ন হয়েছে।
এ হত্যাকাণ্ডের ঘটনায় গোপালগঞ্জ থানায় দায়ের করা চারটি মামলায় অজ্ঞাতনামা ৫,৪০০ জনকে আসামি করা হয়েছে, যা নিয়ে জেলার রাজনৈতিক অঙ্গনে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
📰 আরও আপডেট জানতে ভিজিট করুন:
🌐 www.kalikaprosadtv.online