লুৎফর সিকদার, গোপালগঞ্জ প্রতিনিধি:
গোপালগঞ্জে টানা ভারী বর্ষণের ফলে জনজীবন চরমভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে। শহর থেকে গ্রাম—সবখানেই সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা, ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা।
গোপালগঞ্জ আবহাওয়া অফিসের ইনচার্জ আবু সুফিয়ান জানিয়েছেন, টানা বৃষ্টিপাতের এই অবস্থা আরও ২-৩ দিন অব্যাহত থাকতে পারে। ইতোমধ্যেই জেলার নিচু অঞ্চলগুলোতে পানি জমে রাস্তাঘাট চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।
বিশেষ করে দিনমজুর ও শ্রমজীবী মানুষ চরম দুর্ভোগে পড়েছেন। বৃষ্টির কারণে নির্মাণকাজ, কৃষিকাজ, দোকানপাটসহ সব ধরনের খেটে খাওয়া মানুষের পেশাগত কর্মকাণ্ডে স্থবিরতা নেমে এসেছে। অনেকে ঘর থেকে বের হতে পারছেন না, ফলে আয়-রোজগার বন্ধ হয়ে গেছে।
নিচু পাড়া, বাইলেন ও সরু গলিগুলোতে হাঁটু পানি জমে রয়েছে। শিশু ও বৃদ্ধদের চলাচলে বিপদ আরও বাড়িয়েছে।
বৃষ্টির প্রভাব পড়ছে কৃষি খাতেও। মাঠে পানি জমে থাকায় কৃষিকাজে বিঘ্ন ঘটছে, পাশাপাশি কৃষিপণ্য পরিবহনে সমস্যার কারণে বাজারে সবজির সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। এতে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়তে পারে বলে জানিয়েছেন স্থানীয় ব্যবসায়ীরা।
সাধারণ মানুষের দাবি, দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা এবং শহরের ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন করা না হলে সামান্য বৃষ্টিতেই এ দুর্ভোগ চলমান থাকবে।
জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, পরিস্থিতি পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার চেষ্টা চলছে। তবে স্থানীয়দের অভিযোগ—কাজের চেয়ে আশ্বাসই বেশি পাওয়া যায়।
এ অবস্থায় গোপালগঞ্জবাসীর একটাই প্রত্যাশা—যেন দুর্ভোগ কমাতে প্রশাসন দ্রুত কার্যকর পদক্ষেপ নেয়।