লুৎফর সিকদার, গোপালগঞ্জ প্রতিনিধি
গোপালগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত হলো গ্রাম পুলিশ সম্মেলন। শনিবার (১২ জুলাই) সকালে জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে আয়োজিত এ সম্মেলনে জেলার পাঁচ উপজেলার নির্বাহী কর্মকর্তা, সহকারী কমিশনার (ভূমি), স্থানীয় সরকার দপ্তরের বিভিন্ন স্তরের কর্মকর্তা এবং ৬৭ ইউনিয়নের ছয় শতাধিক গ্রাম পুলিশ অংশ নেন।
সম্মেলনে ভারপ্রাপ্ত ডিডিএলজি মোঃ গোলাম কবিরের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এস এম তারেক সুলতান, অতিরিক্ত পুলিশ সুপার ড. মোঃ রুহুল আমিন সরকার, আনসার ও ভিডিপির জেলা কমান্ড্যান্ট মজিবুল হক এবং সদর উপজেলা নির্বাহী অফিসার এম রকিবুল হাসান।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, “বাংলাদেশের ইতিহাসে গ্রাম পুলিশের অবদান অপরিসীম। আপনারা ছিলেন, আছেন এবং থাকবেন। সরকারের প্রতি আপনারা অত্যন্ত বিশ্বস্ত, পরিশ্রমী ও প্রশিক্ষিত একটি বাহিনী। তাই সরকার আপনাদের উপর সবসময় আস্থা রাখে।”
তিনি আরও বলেন, “গোপালগঞ্জ জেলার ৬৭টি ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে আপনারা একটি পিলারের মতো কাজ করছেন—যা প্রশাসনের কার্যক্রমে দৃশ্যমান ভিত্তি তৈরি করেছে।”
সকল গ্রাম পুলিশকে দায়িত্বশীলতা, সততা এবং জনগণের সঙ্গে সৌহার্দপূর্ণ আচরণ বজায় রাখার আহ্বান জানান জেলা প্রশাসক। সম্মেলন শেষে অংশগ্রহণকারীদের প্রশিক্ষণ ও দায়িত্ব পালনে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিশেষ দিকনির্দেশনাও দেওয়া হয়।