লুৎফর সিকদার, গোপালগঞ্জ জেলা প্রতিনিধি :
গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ভাটিয়াপাড়া এলাকায় র্যাবের মাদকবিরোধী বিশেষ অভিযানে ২১ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (১৯ আগস্ট) দুপুরে ভাটিয়াপাড়া মোড়ে একটি যাত্রীবাহী বাস আটক করে তাদের গ্রেপ্তার করে র্যাব-১০ এর একটি দল। অভিযানের নেতৃত্ব দেন ফরিদপুরের র্যাব-১০ এর স্কোয়াড্রন লিডার মো. তরিকুল ইসলাম।
র্যাব সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ভাটিয়াপাড়া মোড়ে ঢাকা থেকে পিরোজপুরগামী একটি বাস আটক করা হয়। পরে তল্লাশির মাধ্যমে মনির (৫৫) ও ওয়াসিম সিদ্দিকী (৪৮) নামে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে ২০ কেজি ৮০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
আটককৃতরা ঢাকার বাসিন্দা এবং দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত ছিলেন বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। র্যাব জানায়, গ্রেপ্তারকৃতদের ভাটিয়াপাড়া র্যাব–৬ ক্যাম্পে নেওয়া হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে।
র্যাবের কর্মকর্তারা বলেন, মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং সমাজ থেকে মাদক নির্মূলে সর্বাত্মক প্রচেষ্টা চালানো হচ্ছে।
আরও পড়ুন: গোপালগঞ্জ জেলা কারাগার এখন মাদকের আখড়া
সম্পাদক ও প্রকাশক : আরিফুল ইসলাম আশিক
২০২৫ © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত