লুৎফর সিকদার, গোপালগঞ্জ প্রতিনিধি:
গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশকে কেন্দ্র করে সংঘর্ষ, হামলা ও প্রাণহানির ঘটনার প্রেক্ষিতে জারি করা কারফিউ এবং ১৪৪ ধারা অবশেষে প্রত্যাহার করেছে জেলা প্রশাসন।
রোববার (২০ জুলাই) সন্ধ্যায় জেলা ম্যাজিস্ট্রেটের মিডিয়া সেল থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাত ৮টার পর থেকে গোপালগঞ্জ জেলায় আর ১৪৪ ধারা ও কারফিউ বলবৎ থাকবে না। তবে পরিস্থিতি পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং অপরাধীদের গ্রেপ্তারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান চলমান থাকবে।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়,
“সার্বিক পরিস্থিতি মূল্যায়ন করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। এ মুহূর্তে জেলা জুড়ে স্বাভাবিক অবস্থা বজায় রাখার লক্ষ্যে নিরাপত্তা জোরদার রয়েছে।”
এর আগে গত ১৬ জুলাই এনসিপির ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচিকে কেন্দ্র করে ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষে রক্তক্ষয়ী পরিস্থিতির সৃষ্টি হয়। এ ঘটনায় কয়েকজন নিহত এবং বহু মানুষ আহত হন। এর জেরে ওইদিন রাত ৮টা থেকে পরদিন সন্ধ্যা পর্যন্ত গোপালগঞ্জ জেলায় কারফিউ জারি করা হয়।
পরবর্তীতে কারফিউ ও ১৪৪ ধারা একাধিকবার বাড়ানো ও শিথিল করার মধ্য দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করে প্রশাসন। সর্বশেষ শনিবার (১৯ জুলাই) রাত ৮টা থেকে রোববার (২০ জুলাই) সকাল ৬টা পর্যন্ত কারফিউ এবং পরে সকাল ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত ১৪৪ ধারা বলবৎ ছিল।
দীর্ঘ কয়েকদিনের টানাপোড়েনের পর রবিবার রাতে কারফিউ ও ১৪৪ ধারা উভয়ই প্রত্যাহার করায় জনমনে স্বস্তি ফিরে এসেছে। তবে শহরজুড়ে এখনো টহল দিচ্ছে র্যাব, পুলিশ ও বিজিবি।
জেলা প্রশাসন জানিয়েছে, গোপালগঞ্জের পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে থাকলেও আসামিদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশক : আরিফুল ইসলাম আশিক
২০২৫ © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত