লুৎফর সিকদার, গোপালগঞ্জ প্রতিনিধি
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশকে কেন্দ্র করে গোপালগঞ্জে সংঘটিত হামলা, সংঘর্ষ ও প্রাণহানির ঘটনার পর জারিকৃত কারফিউর সময় আরও এক দফা বাড়ানো হয়েছে।
শনিবার (১৯ জুলাই) সন্ধ্যায় জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, ১৪ ঘণ্টা শিথিল থাকার পর রাত ৮টা থেকে রোববার (২০ জুলাই) ভোর ৬টা পর্যন্ত পুনরায় কারফিউ কার্যকর থাকবে। এ নির্দেশনা জারি করেন গোপালগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট।
জেলা প্রশাসন জানিয়েছে, পরিস্থিতি পর্যালোচনা করে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয়ের ভিত্তিতে পরবর্তী সময়ে কারফিউ সংক্রান্ত নতুন সিদ্ধান্ত নেওয়া হবে।
সারা দেশে ঘোষিত মাসব্যাপী পদযাত্রার অংশ হিসেবে গত বুধবার এনসিপির কেন্দ্রীয় নেতারা গোপালগঞ্জে সমাবেশে অংশ নেন। তার আগের রাতেই কর্মসূচিকে ‘লং মার্চ টু গোপালগঞ্জ’ বলে ঘোষণা করা হয়।
এই কর্মসূচিকে প্রতিহত করার ঘোষণা দেয় স্থানীয় আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ। বুধবার গোপালগঞ্জ পৌর পার্কে এনসিপির সমাবেশ শেষে সংঘর্ষ শুরু হয়, যা দ্রুত সহিংস রূপ নেয়।
ঘটনায় এখন পর্যন্ত ৫ জন নিহত হওয়ার তথ্য পাওয়া গেছে।