লুৎফর সিকদার, গোপালগঞ্জ প্রতিনিধি | ১৪ জুলাই ২০২৫
গোপালগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত হলো জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা। রোববার (১৩ জুলাই) সকাল সাড়ে ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট (যুগ্মসচিব) মুহম্মদ কামরুজ্জামান।
সভায় জেলা প্রশাসক বলেন, চাঁদাবাজির বিরুদ্ধে প্রশাসন জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। বৈধ ইজারাদার কর্তৃক নিযুক্ত ব্যক্তি ব্যতীত কেউ পৌর টোল আদায় করতে পারবে না। নির্দিষ্ট পোশাক ও নির্দিষ্ট স্থান ব্যতীত টোল আদায় সম্পূর্ণ নিষিদ্ধ।
তিনি আরও বলেন, সড়ক দুর্ঘটনা রোধে চালক ও সহকারীদের প্রশিক্ষণ বাধ্যতামূলক করতে হবে। প্রতিটি ইজিবাইক ও মাহেন্দ্র যানবাহনের ডান পাশে বেরিকেড স্থাপনের নির্দেশ দেওয়া হয়েছে।
এছাড়া রেজিস্ট্রেশন ও ড্রাইভিং লাইসেন্সবিহীন যানবাহন এবং হাইড্রোলিক হর্ন ব্যবহারকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়।
সড়কে নির্মাণসামগ্রী রেখে যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টিকারীদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার ঘোষণা দেন জেলা প্রশাসক। পাশাপাশি নিরাপদ খাদ্য নিশ্চিতকরণ ও কৃষিজমি রক্ষায় আত্মঘাতী ড্রেজার ও ভেকু মেশিনের অপব্যবহার বন্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সিদ্ধান্ত গৃহীত হয়।
সভা সঞ্চালনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও গোপালগঞ্জ পৌর প্রশাসক মো. গোলাম কবির।
সভায় আরও উপস্থিত ছিলেন—
সভায় আইন-শৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নয়ন, জনভোগান্তি হ্রাস এবং অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রশাসনের কঠোর অবস্থান পুনর্ব্যক্ত করা হয়।