লুৎফর সিকদার, গোপালগঞ্জ প্রতিনিধি
গোপালগঞ্জ জেলার সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতা নিয়ে গণঅধিকার পরিষদ এক জরুরি সংবাদ সম্মেলনের আয়োজন করেছে। বুধবার (৩০ জুলাই) দুপুর ১২টায় গোপালগঞ্জ প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে গণঅধিকার পরিষদের ঢাকা মহানগর দক্ষিণের সাংগঠনিক সম্পাদক শেখ মো. মোনায়েম বলেন, গত ১৬ জুলাই এনসিপির পদযাত্রাকে কেন্দ্র করে সংঘটিত অস্থিরতা জনমনে উদ্বেগ সৃষ্টি করেছে। তিনি বলেন, “আমরা লক্ষ্য করছি নির্দিষ্ট অপরাধীদের গ্রেফতারের পাশাপাশি প্রশাসন নিরীহ জনগণকেও হয়রানি করছে, যা আমরা মেনে নিতে পারি না।”
আরও পড়ুন: কোনো পরীক্ষা ছাড়াই বোঝা যাবে গর্ভে ছেলে না মেয়ে? জানুন প্রচলিত ধারণা ও বাস্তবতা
তিনি জানান, গণঅধিকার পরিষদ প্রশাসনকে ৪৮ ঘণ্টার সময়সীমা দিয়েছে নিরীহ গ্রেফতার বন্ধ এবং প্রকৃত দোষীদের গ্রেফতার নিশ্চিত করার জন্য। তিনি আরও বলেন, “গোপালগঞ্জে সংঘর্ষে ইতিমধ্যে পাঁচটি প্রাণ ঝরেছে, প্রশাসনের দায়িত্বশীলতা নিয়েই প্রশ্ন উঠেছে।”
ঢাকা মহানগর উত্তরের দপ্তর সেলের কাজী রনি বলেন, “গত বছর ৫ আগস্টের পর থেকে গোপালগঞ্জে মামলা ও গ্রেফতারের নামে চলছে চরম অপব্যবহার। কিছু অসাধু বিএনপি নেতা প্রশাসনের সঙ্গে হাত মিলিয়ে মামলা বাণিজ্যে জড়িত।”
গোপালগঞ্জ জেলা গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক বলেন, “এনসিপির হামলার প্রতিবাদ জানালেও সাধারণ মানুষকে হয়রানি মেনে নেওয়া যায় না। গোপালগঞ্জে সবাই আওয়ামী লীগ করে না, তাই সাধারণ মানুষকে রাজনৈতিক প্রতিহিংসার বলি করা যাবে না।”
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন গোপালগঞ্জ সরকারি কলেজের গণঅধিকার পরিষদের সভাপতি ইসমাইল হোসেন, টুঙ্গিপাড়া উপজেলা গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. মহাসিন শেখ, সহসভাপতি মো. মোহাম্মদ সরদার এবং প্রচার সম্পাদক মো. আলফাজ শেখ।
সম্পাদক ও প্রকাশক : আরিফুল ইসলাম আশিক
২০২৫ © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত