লুৎফর সিকদার, গোপালগঞ্জ প্রতিনিধি
গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশের দিন সংঘর্ষে নিহতদের মরদেহ প্রয়োজনে উত্তোলন করে ময়নাতদন্ত করা হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম।
আজ শনিবার দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
এর আগে, নিহতদের মরদেহ ময়নাতদন্ত ছাড়াই দাফন বা সৎকার করে ফেলা নিয়ে জনমনে প্রশ্ন দেখা দেয়। অনেকে উদ্বেগ প্রকাশ করেন, ভবিষ্যতে মামলার তদন্ত ও বিচার প্রক্রিয়ায় জটিলতা সৃষ্টি হতে পারে।
এ বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন,
“গোপালগঞ্জের ঘটনার বিস্তারিত জানার জন্য উচ্চপর্যায়ের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির প্রতিবেদন হাতে পেলেই বিষয়টি পরিষ্কার হবে।”
তিনি আরও জানান, আইনশৃঙ্খলা বাহিনীর ব্যর্থতা নিয়ে যেসব অভিযোগ উঠেছে, সেগুলোর সত্যতা যাচাই করতেও কমিটি কাজ করছে।
উল্লেখ্য, গত বুধবার গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পূর্বঘোষিত সমাবেশকে কেন্দ্র করে চরম উত্তেজনা ও সংঘর্ষে পাঁচজনের মৃত্যুর ঘটনা ঘটে। দিনভর ওই সহিংসতায় বহু মানুষ আহত হন এবং এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
সম্পাদক ও প্রকাশক : আরিফুল ইসলাম আশিক
২০২৫ © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত