লুৎফর সিকদার, গোপালগঞ্জ প্রতিনিধি
গোপালগঞ্জ জেলার কোটালীপাড়ায় পুকুরের পানিতে ডুবে জাকিয়া নামের পাঁচ বছর বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। হৃদয়বিদারক এই ঘটনাটি ঘটেছে আজ রবিবার (২৭ জুলাই) দুপুরে উপজেলার পিঞ্জুরী গ্রামে।
নিহত জাকিয়া পিঞ্জুরী গ্রামের বাসিন্দা জমির শেখের মেয়ে। শিশু জাকিয়া দুপুরে বাড়ির উঠানে খেলছিল। খেলার একপর্যায়ে পরিবারের সবার অজান্তে পাশের পুকুরে পড়ে যায় সে।
পরিবারের সদস্যরা অনেকক্ষণ ধরে তাকে খুঁজেও পাননি। পরে বিকেলবেলায় পুকুরের পানিতে ভেসে থাকা অবস্থায় শিশুটিকে দেখতে পেয়ে উদ্ধার করে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।
হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আবুল কালাম আজাদ।
তিনি বলেন, “ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। শিশুটি বাড়ির উঠানে খেলছিল, পরে সবার অগোচরে পুকুরে পড়ে গিয়ে ডুবে মারা যায়।”
স্থানীয়রা জানান, এলাকায় শিশুদের জন্য পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা না থাকায় এমন দুর্ঘটনা প্রায়শই ঘটে থাকে। এ ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পুরো গ্রামে।
আরও পড়ুন: হিরো আলমের মৃত্যু
সম্পাদক ও প্রকাশক : আরিফুল ইসলাম আশিক
২০২৫ © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত