লুৎফর সিকদার, গোপালগঞ্জ প্রতিনিধি:
গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার মহেশপুর ইউনিয়নের কুখ্যাত মাদক ব্যবসায়ী রেজাউলকে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার করেছে কাশিয়ানী থানা পুলিশ।
শনিবার (০৬ জুলাই ২০২৫) রাত আনুমানিক ১০টা ৩০ মিনিটে কাশিয়ানী থানার এসআই মোঃ জনি আহমেদের নেতৃত্বে পরিচালিত এক বিশেষ অভিযানে রেজাউলকে গ্রেফতার করা হয়।
কাশিয়ানী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ কামাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, “গ্রেফতারকৃত রেজাউলের কাছ থেকে ১৯ পিস ইয়াবা ও ১০৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।”
তিনি আরও জানান, রেজাউল দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত এবং তার বিরুদ্ধে পূর্বেও একাধিক অভিযোগ রয়েছে। পুলিশের চলমান মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবেই তাকে গ্রেফতার করা হয়েছে।
এ বিষয়ে এলাকাবাসীর অনেকে পুলিশের এ ধরনের উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, মাদক নির্মূলে প্রশাসনের কঠোর পদক্ষেপ চলমান থাকলে এলাকায় অপরাধ অনেকটাই কমে আসবে।