স্পোর্টস ডেস্ক:
বিশ্ব ফুটবলের অন্যতম প্রতীক্ষিত ম্যাচ অনুষ্ঠিত হতে যাচ্ছে আজ রাতেই ক্লাব বিশ্বকাপ ২০২৫-এর গ্রুপ-পর্বে। ইউরোপের দুই শক্তিশালী ক্লাব ম্যানচেস্টার সিটি ও জুভেন্টাস মুখোমুখি হচ্ছে নিজেদের তৃতীয় ও শেষ গ্রুপ ম্যাচে।
ম্যাচটি বাংলাদেশ সময় রাত ১২টায় (স্থানীয় সময় বিকেল ৩টা, যুক্তরাষ্ট্র) অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রের Camping World Stadium, Orlando–তে।
ম্যাচের পটভূমি
Group G–এর এই দুই জায়ান্ট ক্লাবই নিজেদের প্রথম দুই ম্যাচে জয় তুলে নিয়ে ইতোমধ্যে নকআউট পর্ব নিশ্চিত করেছে। আজকের ম্যাচ মূলত গ্রুপ সেরা হওয়ার লড়াই। কারণ যারা আজ জয় পাবে, তারা শেষ ষোলোতে অপেক্ষাকৃত দুর্বল প্রতিপক্ষ পাবে—আর পরাজিত দলকে পড়তে হতে পারে রিয়াল মাদ্রিদের মতো দানব ক্লাবের মুখোমুখি।
দুই দলের অবস্থা ও প্রস্তুতি
ম্যানচেস্টার সিটি (প্রধান কোচ: পেপ গার্দিওলা)
সিটির জন্য এটি এখনো পর্যন্ত এক দাপুটে যাত্রা। পেপ গার্দিওলার শিষ্যরা নিজেদের গত দুই ম্যাচে দারুণ ফুটবল খেলেছে। তবে আজকের ম্যাচে তাদের কিছু সমস্যা রয়েছে।
মিডফিল্ডে মাতেও কোভাচিচ ও তরুণ তারকা ক্লদিও একেভেরি ইনজুরিতে পড়েছেন। সেই সাথে গুরুত্বপূর্ণ খেলোয়াড় রদ্রির পুরোপুরি ফিট না হওয়া গার্দিওলার কপালে চিন্তার ভাঁজ ফেলেছে।
গার্দিওলা ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে বলেন –
“জুভেন্টাসের বিপক্ষে আমরা খুব সহজ একটি ম্যাচ আশা করছি না। ওদের বিপক্ষে আমাদের ভালোভাবে প্রস্তুত থাকতে হবে। এই গরম আবহাওয়ায় লড়াইটা আরও কঠিন হবে।”
জুভেন্টাস (প্রধান কোচ: থিয়াগো মোট্টা)
ইতালিয়ান ক্লাব জুভেন্টাসও দারুণ ছন্দে রয়েছে। দুই ম্যাচে জয় ও গোল ব্যবধানে (+৯) শীর্ষে রয়েছে তারা। তরুণ ফরোয়ার্ড কেনান ইয়িলদিজ দারুণ ফর্মে আছেন—ইতোমধ্যে করেছেন ৩টি গোল।
নতুন কোচ থিয়াগো মোট্টার অধীনে জুভেন্টাস আক্রমণাত্মক ফুটবলে ভর করে দ্রুত ম্যাচের নিয়ন্ত্রণ নিতে চাইবে।
মোট্টা বলেন –
“আমরা জানি সিটি বিশ্বের অন্যতম সেরা দল। কিন্তু আমরা ভয় পাই না। আমরা আমাদের শক্তি ও গতি দিয়ে ওদের রুখে দেব।”
ম্যাচের সময়সূচি
স্থান: Camping World Stadium, Orlando (USA)
সময়: বাংলাদেশ সময় রাত ১২:০০টা (২৬ জুন)
প্রচার মাধ্যম: DAZN (অনলাইন), TalkSPORT (রেডিও), ইউরোপের বিভিন্ন টিভি চ্যানেল
সম্ভাব্য একাদশ
ম্যানচেস্টার সিটি: এডারসন, লুইস, স্টোনস, গার্দিওল, ওয়াকার, রড্রি/গোমেজ, ডি ব্রুইনে, ফোডেন, বার্নার্ডো সিলভা, হ্যালান্ড, গ্রিলিশ।
জুভেন্টাস: পেরিন, গাত্তি, ব্রেমার, স্যান্ড্রো, কস্তিচ, লোকাতেল্লি, মিরেত্তি, কাম্বিয়াসো, কিয়েজা, ইয়িলদিজ, মিলিক।
বিশেষ মন্তব্য
এই ম্যাচ দুই কোচের কৌশলগত লড়াই হিসেবেও বিবেচিত হচ্ছে। গার্দিওলা বনাম মোট্টা – দুজনই নিজেদের আক্রমণভিত্তিক ট্যাকটিকস দিয়ে একে অপরকে ছাপিয়ে যেতে চাইবেন।
তবে শেষ হাসি কে হাসবে—তা জানার জন্য অপেক্ষা করতে হবে আজ রাত পর্যন্ত।
সম্পাদক ও প্রকাশক : আরিফুল ইসলাম আশিক
২০২৫ © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত