প্রতিবেদন স্পোর্টস ডেস্ক :
২৬ জুন ২০২৫, ফিলাডেলফিয়া — ক্লাব বিশ্বকাপে জয়ের মাধ্যমে নিজেদের অভিযান শুরু করলো ইউরোপিয়ান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ। অস্ট্রিয়ান ক্লাব আরবি সালজবুর্গকে ৩-০ ব্যবধানে পরাজিত করে গ্রুপ ‘এইচ’-এর শীর্ষস্থান নিশ্চিত করেছে লস ব্লাঙ্কোসরা।
রিয়াল মাদ্রিদের আক্রমণাত্মক খেলা এবং রক্ষণভাগের দৃঢ়তায় পুরো ম্যাচেই তারা আধিপত্য বজায় রেখেছে। বিশেষ করে ভিনিসিয়াস জুনিয়রের অনবদ্য নৈপুণ্য ম্যাচটিকে আলাদা উচ্চতায় নিয়ে গেছে।
ম্যাচের প্রধান মুহূর্তগুলো:
৪০ মিনিট: জুড বেলিংহ্যামের নিখুঁত পাস থেকে দুর্দান্ত ফিনিশে রিয়ালকে লিড এনে দেন ভিনিসিয়াস জুনিয়র।
৪৫+২ মিনিট: প্রথমার্ধের অতিরিক্ত সময়ে নিজেই অ্যাসিস্ট দিয়ে ফেদেরিকো ভালভার্দে-কে দিয়ে গোল করান ভিনিসিয়াস।
৮৪ মিনিট: বদলি খেলোয়াড় হিসেবে নেমে গনজালো গার্সিয়া ম্যাচের শেষ গোলটি করেন, যা প্রতিপক্ষের জয়ের সব আশা গুঁড়িয়ে দেয়।
কোচের কৌশল ও দলগত পারফরম্যান্স:
নতুন কোচ জাবি আলোনসো এই ম্যাচে তিন সেন্টার-ব্যাক নিয়ে (৩-৫-২ ফরমেশন) মাঠে নামেন, যা দারুণভাবে কার্যকর হয়। মিডফিল্ডে বেলিংহ্যামের নিয়ন্ত্রণ, রক্ষণে রুডিগারের নেতৃত্ব, আর ভিনিসিয়াসের গতি ও ফিনিশিং—সব মিলিয়ে রিয়াল মাদ্রিদ একটি পরিপূর্ণ দল হিসেবেই প্রতিপক্ষকে চাপে রাখে।
পরবর্তী চ্যালেঞ্জ:
এই জয়ের ফলে রিয়াল মাদ্রিদ সরাসরি রাউন্ড অফ ১৬-তে জায়গা করে নিয়েছে। তাদের পরবর্তী ম্যাচ জুভেন্টাসের বিরুদ্ধে অনুষ্ঠিত হবে ১ জুলাই, মিয়ামিতে।
ম্যাচ সংক্ষিপ্ত বিবরণ:
রিয়াল মাদ্রিদ ৩
আরবি সালজবুর্গ ০
গোলদাতারা:
ভিনিসিয়াস জুনিয়র (৪০’)
ফেদেরিকো ভালভার্দে (৪৫+২’)
গনজালো গার্সিয়া (৮৪’)
এই জয়ের মাধ্যমে রিয়াল মাদ্রিদ তাদের চিরচেনা রাজকীয় পারফরম্যান্সের ধারাবাহিকতা বজায় রাখলো। এবার দেখার পালা, জুভেন্টাসের বিপক্ষে ম্যাচেও তারা কি এমনই দাপট দেখাতে পারে!
সম্পাদক ও প্রকাশক : আরিফুল ইসলাম আশিক
২০২৫ © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত