নিজস্ব প্রতিবেদক, কিশোরগঞ্জ | মঙ্গলবার, ১৬ জুলাই ২০২৫
কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার ওসমানপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান লিটন মিয়ার বিরুদ্ধে সরকারি চাল আত্মসাৎ, টিআর ও কাবিখাসহ বিভিন্ন সরকারি প্রকল্পের অর্থ লুটপাটের অভিযোগে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ মিছিল করেছে স্থানীয় এলাকাবাসী।
আজ মঙ্গলবার সকালে ওসমানপুর ইউনিয়নের নাজিরদীঘী গ্রামে আয়োজিত এই সংবাদ সম্মেলনে অংশ নেন ওসমানপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবু বক্কর ছিদ্দিক, সভাপতি হাজী আবুল কাসেম, উপজেলা ওলামা দলের সভাপতি হাফেজ দ্বীন ইসলাম, উপজেলা বিএনপির সদস্য সাদিরুজ্জামান বাছির ও যুগ্ম সাধারণ সম্পাদক নুর মোহাম্মদসহ অনেকে।
তারা অভিযোগ করেন, ২০২৫ সালে ঈদুল ফিতর ও ঈদুল আজহা উপলক্ষ্যে বরাদ্দকৃত ভিজিএফের চাল অসহায় ও দুঃস্থদের মাঝে বিতরণ না করে লিটন মিয়া কৌশলে তা আত্মসাৎ করেন। একইভাবে টিআর ও কাবিখা প্রকল্পের বরাদ্দের টাকা সড়ক সংস্কারের নামে আত্মসাৎ করে এবং সাধারণ মানুষের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নেয়।
এলাকাবাসীর দাবি, লিটন মিয়ার বিরুদ্ধে লিখিত অভিযোগ কিশোরগঞ্জ জেলা প্রশাসকের কাছে দাখিল করা হলেও প্রশাসনের পক্ষ থেকে কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। এতে ক্ষুব্ধ এলাকাবাসী অচিরেই তাকে প্যানেল চেয়ারম্যানের পদ থেকে অপসারণ এবং দুর্নীতির তদন্তপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
সংবাদ সম্মেলন শেষে এলাকাবাসী একটি বিক্ষোভ মিছিল বের করে, যা এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। মিছিলকারীরা “দুর্নীতিবাজ লিটনের বিচার চাই” ও “চাল চোরের অপসারণ চাই” স্লোগানে মুখরিত করে তোলে পুরো এলাকা।
এ বিষয়ে প্যানেল চেয়ারম্যান লিটন মিয়ার বক্তব্য পাওয়া যায়নি। তবে এলাকাবাসীর অভিযোগের পরিপ্রেক্ষিতে বিষয়টি জেলা প্রশাসনের উচ্চ পর্যায়ে পুনরায় আলোচনায় আসতে পারে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।