মোঃ বুলবুল ইসলাম, কুড়িগ্রাম প্রতিনিধি | ৫ জুলাই ২০২৫
কুড়িগ্রাম-২ আসনের জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র সংসদ সদস্য পদপ্রার্থী, কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ও জেলার কৃতি সন্তান ড. আতিক মুজাহিদের শুভাগমন উপলক্ষে ‘দৈনিক বাংলার মানুষ’ পত্রিকার কার্যালয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
কুড়িগ্রাম শহরের পত্রিকার নিজস্ব হলরুমে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন পত্রিকার সম্পাদক ও প্রকাশক অধ্যাপক মোঃ লিয়াকত আলী। সভায় উপস্থিত ছিলেন এনসিপি কুড়িগ্রাম জেলা সমন্বয়ক মুকুল মিয়াসহ সংগঠনের নেতা-কর্মী, পত্রিকা পরিবারের সদস্য ও সুধীজন।
মতবিনিময়কালে ড. আতিক মুজাহিদ বলেন, “পিছিয়ে পড়া কুড়িগ্রামকে এগিয়ে নেওয়াই আমার প্রধান লক্ষ্য। চরাঞ্চলের উন্নয়ন থেকে শুরু করে পুরো জেলার মানুষের ভাগ্যোন্নয়নই আমার স্বপ্ন। আমি চাই, কুড়িগ্রামের প্রতিটি মানুষ এগিয়ে যাক—তাহলেই এগিয়ে যাবে কুড়িগ্রাম, এগিয়ে যাবে বাংলাদেশ।”
তিনি আরও জানান, কুড়িগ্রামের লেখক, কবি, শিক্ষক, সাংবাদিক, সাহিত্যিকসহ সব শ্রেণিপেশার মানুষের নিয়ে একটি বিশেষ উন্নয়ন পরিকল্পনা রয়েছে তার, যা বাস্তবায়িত হলে জেলাটি হবে দেশের জন্য একটি রোল মডেল।
সভায় অংশগ্রহণকারীরা ড. আতিক মুজাহিদের বক্তব্যের প্রতি সমর্থন জানিয়ে কুড়িগ্রামের উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।