নিজস্ব প্রতিবেদক
সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি "ভৈরবের দুই সমকামী নারীর অনশন" শিরোনামে একটি খবর ভাইরাল হয়েছে। বিশেষ করে "Voice of Kishoreganj" নামের ফেসবুক পেজ থেকে এ সংবাদ প্রচার করা হয়। তবে অনুসন্ধানে জানা গেছে, ঘটনাটি ভৈরবে নয়; বরং ঘটেছে কুড়িগ্রামের বৌমারি এলাকায়।
"Voice of Kishoreganj" পেজ থেকে দাবি করা হয়, কিশোরগঞ্জের ভৈরবে দুই সমকামী নারী বিয়ের দাবিতে অনশনে বসেছেন। ছবিসহ ওই পোস্ট দ্রুত ছড়িয়ে পড়ে এবং বহু মানুষ বিভ্রান্ত হন।
বাস্তবে এটি কোনো সমলিঙ্গ বিয়ে বা সমকামী সম্পর্কের ঘটনা নয়। ঘটনাটি কুড়িগ্রামের বৌমারি এলাকায় দুই তরুণী সম্পর্কে ননদ–ভাবি বিয়ের দাবিতে অনশন করেন। স্থানীয় সূত্রে নিশ্চিত হওয়া গেছে, ভৈরবের সঙ্গে এই ঘটনার কোনো সম্পর্ক নেই।
ভুয়া শিরোনাম ব্যবহার করে একটি জেলার ঘটনাকে অন্য জেলার নামে প্রচার করলে জনমনে বিভ্রান্তি সৃষ্টি হয় এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের মানসিকভাবে ক্ষতিগ্রস্ত করে।
"ভৈরবের দুই সমকামী নারীর অনশন" শিরোনামে প্রচারিত সংবাদটি সম্পূর্ণ ভুয়া ও বিভ্রান্তিকর। আসল ঘটনাটি ঘটেছে কুড়িগ্রামের বৌমারিতে। পাঠকদের এ ধরনের ভুয়া সংবাদের বিষয়ে সতর্ক থাকতে হবে এবং নির্ভরযোগ্য সূত্র যাচাই না করে বিশ্বাস না করার পরামর্শ দেওয়া হচ্ছে।
আরও পড়ুন: ভৈরবে মধ্যরাতে মাইকে ঘোষণা দিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ১০
সম্পাদক ও প্রকাশক : আরিফুল ইসলাম আশিক
২০২৫ © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত