গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে কিশোরগঞ্জ সদর উপজেলা বিএনপি বর্ণাঢ্য সমাবেশ ও বিজয় শোভাযাত্রার আয়োজন করেছে। মঙ্গলবার (৫ আগস্ট) দুপুরে পৌরসভা চত্বরে আয়োজিত এই কর্মসূচিতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বিএনপির নেতাকর্মীদের মিছিল সমাবেশে মিলিত হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন কিশোরগঞ্জ সদর উপজেলা বিএনপির সভাপতি খালেদ সাইফুল্লাহ সোহেল এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক হাজী ইসরাইল মিয়া।
বক্তারা বলেন, “২০২৪ সালের ৫ আগস্ট গণঅভ্যুত্থানের মাধ্যমে হাসিনা সরকারের পতন ঘটে। এই আন্দোলনের পেছনে বিএনপির টানা ১৭ বছরের সংগ্রাম, অসংখ্য খুন, গুম, কারা নির্যাতন ও ত্যাগ জড়িত।” তারা আরও বলেন, “এই অভ্যুত্থানে বিএনপি, ছাত্রদল এবং জাতীয়তাবাদী শক্তিগুলোর সাহসী ভূমিকা ছিল। এই গণজাগরণই আজকের বিজয়ের পথ প্রশস্ত করেছে।”
আরও পড়ুন: ৫ আগস্ট কালিকাপ্রসাদে বিএনপির বিজয় র্যালি: আওয়ামী ফ্যাসিবাদের পতনের বর্ষপূর্তি উদযাপন
বক্তাগণ নির্বাচন কমিশন ঘোষিত সময় অনুযায়ী আগামী নির্বাচনের দাবি জানান এবং বলেন, “বিএনপি জনগণের ভোটে ক্ষমতায় এসে তারেক রহমান ঘোষিত ৩১ দফা রূপরেখা অনুযায়ী রাষ্ট্রীয় সংস্কার সাধন করবে ও গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেবে।”
তারা আরও প্রতিশ্রুতি দেন, বিএনপি ক্ষমতায় গেলে জনগণের মৌলিক সমস্যা ধাপে ধাপে সমাধান করা হবে এবং গণঅভ্যুত্থান চলাকালীন সকল খুন ও নিপীড়নের বিচার নিশ্চিত করা হবে।
সমাবেশ শেষে এক বিশাল বিজয় শোভাযাত্রা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে বিএনপির হাজারো নেতাকর্মী অংশ নেন, যারা জাতীয় পতাকা ও ব্যানার হাতে স্লোগানে স্লোগানে মুখর করে তোলে শহরের রাজপথ।