নিজস্ব প্রতিনিধি, ভৈরব
গতকাল ৩ জুলাই ২০২৫, রাত ৮টায় ভৈরব গণ অধিকার পরিষদ কার্যালয়ে আলোচনা সভার মাধ্যমে কালিকা প্রসাদ ইউনিয়ন যুব অধিকার পরিষদের আনুষ্ঠানিকভাবে গঠন করা হয়েছে।
আলোচনা সভাটি আয়োজন করে যুব অধিকার পরিষদ। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা গণ অধিকার পরিষদের সম্মানিত সাধারণ সম্পাদক ইমতিয়াজ আহমেদ কাজল।
এছাড়াও উপস্থিত ছিলেন ভৈরব উপজেলা যুব অধিকার পরিষদের সভাপতি মোঃ অন্তর মিয়া ও সাধারণ সম্পাদক আকাশ আহমেদ। সভায় আরও স্থানীয় নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
আলোচনা সভায় মূল আলাচ্য বিষয় ছিল—ভৈরব উপজেলা এবং এর প্রতিটি ইউনিয়নকে মাদক, চাঁদাবাজি, দুর্নীতি মুক্ত রাখা এবং সরকারি চিকিৎসা ব্যবস্থার উন্নয়ন নিশ্চিত করা।
সভায় ইমতিয়াজ আহমেদ কাজল বলেন,
“জনতার অধিকারই আমাদের অঙ্গীকার।”