নিজস্ব প্রতিনিধি | ১৫ জুলাই ২০২৫
আলোর দৃষ্টান্ত স্থাপন করলো সাবেক ২ নং ওয়ার্ডের চরেরকান্দা, নয়াহাটি, কুমিরমারা, ঝগড়ারচর, আতকাপাড়া ও শ্রীমতীরচর – এই ছয়টি গ্রামের মানুষের সম্মিলিত প্রেরণায় গঠিত একটি গোরস্থান, যার অবস্থান কুমিরমারা ও ঝগড়ারচরের মধ্যবর্তী স্থানে। সম্প্রতি এই গোরস্থানটির সৌন্দর্যবর্ধন, পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং ধর্মীয় পরিবেশ উন্নয়নের লক্ষ্যে এক ব্যতিক্রমী কর্মযজ্ঞ সম্পন্ন হয়েছে, যার সম্পূর্ণ উদ্যোগ এবং বাস্তবায়নে ছিলেন এলাকার প্রবাসীরা।
বিশেষ করে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছেন বড়বাড়ি মুন্সি-বাড়ি ঐক্য পরিষদের সম্মানিত উপদেষ্টা এবং এলাকারই কৃতিসন্তান, প্রবাসী হাজী শাহাদাত হোসেন জুয়েল। তাঁর নেতৃত্বে গোরস্থানটি শুধু পরিষ্কার-পরিচ্ছন্নই করা হয়নি, বরং রঙ করা হয়েছে প্রাচীর ও গেইটসহ সংশ্লিষ্ট স্থাপনা, তৈরি করা হয়েছে একটি অজুখানাও — যা নামাজ আদায়ের পূর্বে ওজু করার জন্য গ্রামবাসীর বহুদিনের দাবি ছিল।
সাবেক ২ নং ওয়ার্ডের কবরস্থানের উন্নয়ন কাজে বিশেষ ভূমিকা রাখায় কুমিরমারা প্রবাসী ঐক্য পরিষদের সৌজন্যে হাজী শাহাদত হোসেন জুয়েল-কে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।
এ উদ্যোগের ফলে এলাকার ধর্মপ্রাণ মুসল্লিদের মাঝে স্বস্তির নিঃশ্বাস পড়েছে। অনেকেই বলছেন, এই ধরনের উদ্যোগ শুধু একটি কবরস্থান নয়, পুরো এলাকাকে আধ্যাত্মিকভাবে উজ্জীবিত করে তোলে। গ্রামের প্রবীণ মুরব্বিরা জানিয়েছেন, এমন পরিচ্ছন্ন ও সুবিন্যস্ত গোরস্থান এর আগে কখনো দেখা যায়নি।
এলাকার তরুণ সমাজ, সামাজিক সংগঠন এবং ধর্মীয় নেতারা এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তাঁরা বলেন, “আমাদের মৃতদের জন্য একটি সম্মানজনক বিশ্রামস্থল গড়ে তোলা আমাদের নৈতিক দায়িত্ব। প্রবাসী ভাইদের এই মহতী উদ্যোগ তা বাস্তব রূপ দিয়েছে।”
এই কাজটি এলাকায় সামাজিক ঐক্য ও ধর্মীয় মূল্যবোধকে আরও সুদৃঢ় করেছে। গ্রামের নানা বয়সী মানুষ জড়ো হয়ে দোয়া করেছেন উদ্যোক্তাদের জন্য। সকলে একবাক্যে বলছেন, “আল্লাহ যেন এই মহান উদ্যোগে অংশগ্রহণকারীদের উত্তম প্রতিদান দান করেন।”
স্থানীয়দের আশা, এই ধারা অব্যাহত থাকবে এবং ভবিষ্যতেও এলাকার উন্নয়নমূলক কার্যক্রমে প্রবাসীদের এমন সহানুভূতিশীল ও সংগঠিত ভূমিকা দেখতে পাবে সবাই।
বিশেষ করে হাজী শাহাদাত হোসেন জুয়েল–এর নিষ্ঠা, ত্যাগ ও আন্তরিকতা আজ স্থানীয় ইতিহাসে একটি উজ্জ্বল নাম হিসেবে স্থান করে নিয়েছে।
আল্লাহ যেন এই মহৎ কাজ কবুল করেন এবং অন্যান্য গ্রাম ও এলাকার জন্যও একটি অনুকরণীয় দৃষ্টান্ত হিসেবে প্রতিষ্ঠা করেন। আমিন।
সম্পাদক ও প্রকাশক : আরিফুল ইসলাম আশিক
২০২৫ © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত