কালিকাপ্রসাদ প্রতিনিধি:
খেলাধুলা শুধু বিনোদন নয়, বরং এটি সামাজিক সম্প্রীতি ও ঐক্যের অন্যতম মাধ্যম। সেই প্রমাণ মিললো কালিকাপ্রসাদ দক্ষিণপাড়া ঐক্য পরিষদের আয়োজিত ফাইনাল ক্রিকেট টুর্নামেন্ট খেলা-২০২৫। ৯ই অক্টোবর শনিবার বিকেলে স্থানীয় কবরস্থান সংলগ্ন মাঠে অনুষ্ঠিত এই ফাইনালে মুখোমুখি হয় জেড রহমান প্রিমিয়ার ব্যাংক স্কুল এন্ড কলেজ একাদশ, বাঁশগাড়ি এবং কুমিরমার একাদশ, কালিকাপ্রসাদ।
দিনের শুরু থেকেই মাঠে ছিল উৎসবমুখর পরিবেশ। ক্রিকেটপ্রেমী দর্শকদের ভিড়, করতালি, উচ্ছ্বাস—সব মিলিয়ে ফাইনাল ম্যাচটি পরিণত হয়েছিল এক মহোৎসবে।
আয়োজনকে আরও প্রাণবন্ত করে তুলতে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেশ কয়েকজন বিশিষ্ট ব্যক্তি।
টস জিতে প্রথমে ব্যাটিং করে জেড রহমান প্রিমিয়ার ব্যাংক স্কুল এন্ড কলেজ একাদশ, বাঁশগাড়ি নির্ধারিত ওভারে প্রতিদ্বন্দ্বিতামূলক রান সংগ্রহ করে। ওপেনারদের ঝড়ো ব্যাটিং এবং মিডল অর্ডারের স্থিতিশীল পারফরম্যান্স দলকে শক্ত অবস্থানে পৌঁছে দেয়।
টার্গেট তাড়া করতে নেমে কুমিরমার একাদশ, কালিকাপ্রসাদ শুরুর দিকে ভালো করলেও পরবর্তীতে দ্রুত উইকেট হারিয়ে চাপে পড়ে। শেষ পর্যন্ত তারা নির্ধারিত রান তুলতে ব্যর্থ হয়। ফলে জেড রহমান প্রিমিয়ার ব্যাংক স্কুল এন্ড কলেজ একাদশ, বাঁশগাড়ি বিজয়ী হয় এবং শিরোপা জিতে নেয়।
ম্যাচ শেষে বিজয়ী দলের হাতে চ্যাম্পিয়ন ট্রফি ফ্রিজ তুলে দেন প্রধান অতিথি জনাব মোঃ জামাল উদ্দিন। রানার্সআপ দলকেও স্মারক ট্রফি ও মেডেল প্রদান করা হয়। অতিথিরা খেলোয়াড়দের প্রশংসা করেন এবং ভবিষ্যতে এ ধরনের টুর্নামেন্ট আয়োজনের আশ্বাস দেন।
আরও পড়ুন: Al-Nassr 4-0 Rio Ave: রোনালদোর হ্যাটট্রিকে দুর্দান্ত জয়, আলো ছড়ালেন ফেলিক্সও
এই ফাইনাল শুধু ক্রিকেট ম্যাচ নয়, বরং ছিল স্থানীয় ঐক্য ও ভ্রাতৃত্বের এক উজ্জ্বল দৃষ্টান্ত। কালিকাপ্রসাদ দক্ষিণপাড়া ঐক্য পরিষদের এই উদ্যোগ আগামী দিনে তরুণ প্রজন্মকে খেলাধুলায় আরও যুক্ত করবে এবং নতুন প্রতিভা গড়ে তুলতে সহায়ক হবে।
সম্পাদক ও প্রকাশক : আরিফুল ইসলাম আশিক
২০২৫ © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত