কালিকা প্রসাদ টিভি ডেস্ক | ২৩ জুলাই ২০২৫
২৩ জুলাই ২০২৫ ইং তারিখে কালিকাপ্রসাদ ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে সম্পন্ন হয়েছে ২টি সফল নরমাল ডেলিভারি।
🔸 প্রথম ডেলিভারিটি বিকাল ৪টায়, গর্ভবতী মা এসেছিলেন আগানগর ইউনিয়ন থেকে।
🔸 দ্বিতীয় ডেলিভারিটি রাত ১০টা ৫ মিনিটে, গর্ভবতী মা এসেছেন গজারিয়া ইউনিয়ন থেকে।
এটি শুধু একটি সেবার ঘটনা নয়—বরং একটি পরিবর্তনের প্রতিচ্ছবি। কারণ, বিগত এক বছর যাবত এই কেন্দ্রটিতে নিয়মিতভাবে নিরাপদ ও সফল নরমাল ডেলিভারি হয়ে আসছে, যা স্থানীয় জনগণের আস্থাকে আরও সুদৃঢ় করেছে।
মাতৃমৃত্যু ও শিশুমৃত্যু হার কমাতে বিশেষ অনুরোধ:
অনুগ্রহ করে ঘরে অদক্ষ ধাত্রীর মাধ্যমে ডেলিভারির ঝুঁকি থেকে বিরত থাকুন। নিরাপদ প্রসবের জন্য সরকারি স্বাস্থ্যকেন্দ্র ব্যবহার করুন।
সার্বক্ষণিক জরুরী সেবায় নিয়োজিত রয়েছেন:
জনগণের প্রতি বার্তা:
আপনার সন্তান যেন নিরাপদে পৃথিবীতে আসে, সেই দায়িত্ব নিন সচেতনভাবে। সরকারি স্বাস্থ্যসেবা ব্যবহার করুন, গুজবে কান না দিয়ে প্রশিক্ষিত জনবল দ্বারা চিকিৎসা নিন।
আপনার খবর, আমাদের দায়িত্ব — কালিকা প্রসাদ টিভি