কালিকা প্রসাদ টিভি | ৪ আগস্ট ২০২৫ |ভৈরব, কিশোরগঞ্জ
ফুটবলপ্রেমীদের জন্য সুখবর! প্রথমবারের মতো কালিকাপ্রসাদ ইউনিয়নে শুরু হতে যাচ্ছে "ইউনিয়ন চ্যাম্পিয়ন লীগ ২০২৫"। আসন্ন শুক্রবার, ৮ আগস্ট, কালিকাপ্রসাদ ঈদগাহ মাঠে এই প্রতিযোগিতার উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হবে। ২নং ওয়ার্ড গোদারা ঘাট ঐক্য পরিষদের উদ্যোগে আয়োজিত এ টুর্নামেন্টে ইউনিয়নের আটটি ওয়ার্ড অংশ নিচ্ছে।
আয়োজনকারীরা জানিয়েছেন, প্রতিটি ওয়ার্ড থেকে একটি করে দল অংশ নেবে। সপ্তাহব্যাপী চলবে এই প্রতিযোগিতা। ফুটবল খেলার মাধ্যমে এলাকার তরুণদের মধ্যে বন্ধুত্ব, ঐক্য এবং খেলাধুলার চেতনা ছড়িয়ে দিতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, এই প্রথমবার এতো বড় আকারে কোনো ফুটবল টুর্নামেন্ট হচ্ছে ইউনিয়নজুড়ে। মাঠে তৈরি হয়েছে স্ট্যান্ড, করা হয়েছে আলোকসজ্জা। উদ্বোধনী দিন ঘিরে এলাকাজুড়ে সৃষ্টি হয়েছে উৎসবমুখর পরিবেশ।
২নং ওয়ার্ড ঐক্য পরিষদের নেতারা জানান, “আমরা চাই এলাকার তরুণরা খেলাধুলায় মনোযোগী হোক, মোবাইল কিংবা নেশাজাতীয় জিনিস থেকে দূরে থাকুক। এই টুর্নামেন্ট শুধু খেলার আয়োজন নয়—এটা একটি সামাজিক আন্দোলন।”
খেলার শৃঙ্খলা রক্ষায় স্থানীয় প্রশাসন ও কমিউনিটি পুলিশিংয়ের সহায়তা থাকবে বলেও জানানো হয়েছে।
উদ্বোধনী দিনে উপস্থিত থাকার জন্য আয়োজকরা ইউনিয়নের সর্বস্তরের মানুষের প্রতি আন্তরিক আহ্বান জানিয়েছেন।
সম্পাদক ও প্রকাশক : আরিফুল ইসলাম আশিক
২০২৫ © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত